একতার জন্য আপ্রাণ চেষ্টা করুণ । ইহার জন্য প্রার্থনা করুণ ও কার্য্য করুণ ? স্বার্থপরতা ও কুসন্দেহের উপরে জয় লাভে সমর্থ করিয়া এবং যিনি আপনাকে প্রেম করিয়া আপনার নিমিত্ত প্রাণ দিয়াছিলেন, তাঁহা দ্বারা বিজয়ী অপেক্ষাও বিজয়ী করিয়া, ইহা আপনাকে আধ্যাত্মিক জীবনে স্বাস্থ্যবান করিবে, আপনার চিন্তার উৎকর্ষসাধন ও চরিত্রের মহত্ত্ব বিস্তার করিবে, ও আপনাকে স্বর্গীয় ভাবাপন্ন করিয়া তুলিবে । “স্বার্থকে” বা আমিত্বকে বিসজর্জন দেউন এবং নিজের অপেক্ষা অন্যকে অধিকতর সমাদর করুণ । তাহা হইলে এইরূপে আপনি খ্রীষ্টের সহিত এক হইতে পারিবেন । স্বর্গীয় বিশ্বমণ্ডলের সম্মুখে, এবং মণ্ডলী ও পৃথিবীর সম্মুখে আপনি এই নির্ভুল সাক্ষ্য দান করিবেন যে, আপনি ঈশ্বরের পুত্র বা কন্যা । আপনি যে দৃষ্টান্ত প্রদর্শন করিবেন, ঈশ্বর তাহাতে গৌরবান্বিত হইবেন । CCh 250.2
ঈশ্বরের লোকদের অন্তঃকরণ খ্রীষ্টীয় প্রেমে একত্রবদ্ধ থাকে, জগৎ এই আশ্চার্য্য কার্য্য দেখিতে চাহে । জগৎ ইহাও দেখিতে চাহে যে, প্রভুর লোকেরা খ্রীষ্টে স্বর্গীয় স্থানসমূহে একত্রে উপবিষ্ট থাকে । যাহারা ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার সেবা করে, ঈশ্বরের সত্য তাহাদের জন্য কি করিতে পারে আপনাদের জীবনে কি তাহার সাক্ষ্য দিবেন না ? আপনি কি হইতে পারেন, তাহা ঈশ্বর জানেন । আপনি যদি ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হন, তবে ঐশ্বরিক অনুগ্রহ আপনার জন্য কি করিতে পারে তাহা তিনি জানেন ।59T 188; CCh 251.1
“হে ভ্রাতৃগণ, আমাদের প্রভুযীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্ত এক মনে ও এক বিচারে পরিপক্ক হও ।” ১ করি ১ : ১০ । CCh 251.2
একতাই বল ; অমিলই দুর্ব্বলতা । যাহারা বর্ত্তমান সত্যে বিশ্বাস করে, তাহারা যখন সহমিলিত হয়, তখন তাহারা ফলপ্রদ প্রভাব বিস্তার করে ; শয়তান ইহা ভালরূপে জানে । এ জন্য সে প্রভুর লোকদের মধ্যে তিক্ততা ও অমিল আনয়ন করিয়া ঈশ্বরের সত্যকে ফলহীন করিতে এক্ষণে যতটা দৃঢ়-প্রতিজ্ঞা পূর্ব্বে কখনও সেরূপ ছিল না ।65T 236. CCh 251.3