Go to full page →

সাক্ষ্যকলাপ লইয়া সমালোচনার বিপদ CCh 277

সম্প্রতি একটী স্বপ্নে, আমি এক মহা জনতার সম্মুখে নীত হইলাম, তাহাদের মধ্যে কেহ কেহ মৎ-প্রদত্ত চেতনার সর্ব্বাপেক্ষা গুরুতর একটী সাক্ষ্য অগ্রাহ্য করিতে চেষ্টান্বিত ছিল । তাহারা বলিয়াছিল : — আমরা সিস্টার হোয়াইটের সাক্ষ্যকলাপে বিশ্বাস করি ; কিন্ত বিবেচ্য নির্দিষ্ট ঘটনা উপলক্ষে দর্শনে নির্দিষ্টভাবে না দেখিয়া, তিনি যখন আমাদিগকে CCh 277.4

কোন কিছু বলেন, তখন অন্য লোকের কথা অপেক্ষা, তাঁহার কথায় আমরা অধিকতর মূল্য দান করিতে পারি না ।” এই কথা শুনিয়া প্রভুর আত্মা আমার উপরে আসিলে আমি দাঁড়াইয়া প্রভুর নামে তাহাদিগকে ভৎসনা করিলাম । যাহাদের উদ্দেশে এই সকল গভীর চেতনাবাণী দত্ত হইয়াছিল, এক্ষণে তাহাদের মধ্যে কেহ যদি বলে : “ইহা সিস্টার হোয়াইটের ব্যক্তিগত মতামত মাত্র, অতএব আমি এখনও আমার নিজের মতনুযায়ী চলিব;” আর নিষেধ সত্ত্বেও, তাহারা যদি ক্রমাগত ঐ একই ভাবে কার্য্যাদি সম্পন্ন করিতে থাকে, তবে তাহারা দেখায় যে, তাহারা ঈশ্বরকেই উপদেশ অগ্রাহ্য করে ; আর ঈশ্বরের আত্মা আমাকে যেমন দেখাইয়াছিলেন, তেমনি ইহার ফল হইবে ঈশ্বরের কার্য্যের ক্ষতি ও নিজেদের বিনাশ । যাহারা নিজেদের অবস্থা বলবৎ রাখিতে চাহে, তাহারা সাক্ষ্যকলাপ হইতে এরূপ বর্ণনা উদ্ধার করিবে, যাহা তাহাদের পক্ষসমর্থক বলিয়া মনে করিবে, আর তাহারা উহার উপরে যথাসম্ভব দৃঢ় ভিত্তি স্থাপন করিবে ; কিন্ত যাহা কিছু তাহাদের কার্য্য-কলাপের পক্ষে সংশয়-জনক, কিংবা তাহাদের মতামতের স্বর্গীয় উৎপত্তি অস্বীকার করিয়া এবং নিজেদের বিবেচনানুযায়ী ব্যাখ্যা করিয়া তাহারা সিস্টার হোয়াইটের মতামত ব্যক্ত করে । CCh 278.1

এক্ষণে হে ভ্রাতৃগণ, আমি আপনাদিগকে অনুনয় বিনয় সহকারে বলিতেছি । আপনারা আমার ও লোকদের মধ্যবর্ত্তী হইয়া ঈশ্বর তাহাদিগকে যে দীপ্তি দান করিতেন, তাহা বিদূরিত করিয়া দিবেন না । আপনাদের সমালোচনা দ্বারা সাক্ষ্যকলাপের সকল শক্তি, সকল বল ও সকল আলোচ্য বিষয় হারাইয়া ফেলিবেন না । স্বর্গ হইতে আগত দীপ্তি কী এবং কেবল মাত্র মানবীয় জ্ঞানের প্রকাশই বা কী তাহা বুঝিবার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়াছেন, এই দাবি করিয়া আপনি মনে করিবেন না যে, আপনার নিজের ধারণানুযায়ী আপনি ঐ গুলির বিশ্লেষণ করিতে পারেন । সাক্ষ্যকলাপ যদি ঈশ্বরের বাক্যনুযায়ী কথা না বলে, তবে সে গুলি পরিত্যাগ করুণ । খ্রীষ্ট ও বালীয়াল একত্রে মিলিত হইতে পারে না । দোহাই খ্রীষ্টের, মানবীয় প্রতারণা ও অবিশ্বাসের দ্বারা লোকদের মন বিভ্রান্ত করিবেন না আবই ঈশ্বর যে কার্য্য করিবেন স্থির করিয়াছেন, তাহা নিষ্ফল করিবেন না । আধ্যাত্মিক জ্ঞানের অভাব প্রযুক্ত ঈশ্বরের এই উপায়টীকে বিঘ্নজনক প্রস্তর করিয়া তুলিবেন না, যদ্দ্বারা অনেক লোক বিঘ্ন পাইয়া পতিত হইবে “এবং ফাঁদে বন্ধ হইয়া ধরা পড়িবে।”105T 687-691; CCh 278.2