সাধারণতঃ একটী ভুল করা হইয়া থাকে যে, নারীর সন্তান জন্মিবার পূর্ব্ববর্ত্তী জীবনের মধ্যে কোন পার্ত্থক্য রাখা হয় না । সন্তান জন্মিবার পূর্ব্ববর্ত্তী জীবন কাল, একটী বিশেষ কাল, এই সময়ে মাতার পরিশ্রমের লাঘব করিয়া দিতে হইবে । যেহেতু এই সময়ে তাঁহার দেহের মধ্যে মহা পরিবর্ত্তন সমূহ সাধিত হইয়া থাকে । সুতরাং তাঁহার দেহে অধিকতর মাত্রায় রক্তের প্রয়োজন হইয়া পড়ে, আর এই রক্ত বৃদ্ধির নিমিত্ত সর্ব্বাপেক্ষা পুষ্টিকর খাদ্য অধিকতর পরিমানে গ্রহণ করা তাঁহার পক্ষে আবশ্যক হয় । প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য না পাইলে মাতা তাঁহার শারীরিক বল রক্ষা করিতে পারেন না, তাহাতে তাঁহার সন্তানের শক্তি হ্রাস পাইতে থাকে । CCh 378.1
তাঁহার পোশাক-পরিচ্ছদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখিতে হইবে । তাঁহার দেহে যেন ঠাণ্ডা না লাগে তদ্বিষয়ে সতর্ক থাকিতে হইবে । পর্য্যাপ্ত পোশাক-পরিচ্ছদের অভাব পূরণের নিমিত্ত তাঁহার জীবনী শক্তিকে অযথা গাত্রে খাটান কর্ত্তব্য নহে । মাতা যদি প্রচুর পরিমাণে উপাদেয় ও পুষ্টিকর খাদ্য প্রাপ্ত না হন, তবে তিনি প্রচুর পরিমাণে উৎকৃষ্ট রক্ত প্রাপ্ত হইতে পারেন না । তাঁহার রক্ত চলাচল অপ্রচুর হয়, তাহাতে তাঁহার সন্তানেরও রক্ত চলাচল অল্প হইয়া যায় ; ফলে দেহ পরিপুষ্টির জন্য যে উৎকৃষ্ট রক্তের প্রয়োজন, গৃহীত খাদ্য সন্তানকে সেই উপযুক্ত রক্ত যোগাইতে পারে না । মাতার ও সন্তানের শ্রীবৃদ্ধির অনেকটা নির্ভর করে উৎকৃষ্ট গরম পোশাক-পরিচ্ছদ ও পুষ্টিকর খাদ্যের উপরে । CCh 378.2