Go to full page →

মাতাপিতাগণ আপনাদের সন্তানসন্ততিগণের পরিত্রাণের নিমিত্ত একযোগে কার্য্য করুন CCh 389

ঈশ্বর যেমন দিনের কার্য্য দেখেন, তিরস্করিণী উম্মোচন করিয়া মাতা ও পিতাকে যদি তেমনি তাঁহাদের দিনের কার্য্য প্রদর্শন করা এবং তাঁহার অনন্ত চক্ষু কেমন করিয়া একের কার্য্যের সহিত অন্যের কার্য্যের তুলনা করেন, তাহা দেখান যাইত, তাহা হইলে ঈশ্বর প্রকটিত সত্য সন্দর্শন ক্রিয়া তাঁহারা বিস্ময়াবিষ্ট হইতেন । পিতা অধিকতর বিশুদ্ধ আলোকে তাঁহার শ্রমসাধ্য-কর্ম্ম অবলোকন করিতেন ; জ্ঞান, অধ্যাবসায় ও ধৈর্য্য সহকারে পরিশ্রম করিবার নিমিত্ত মাতা নূতন সাহস ও বল প্রাপ্ত হইতেন । আর এক্ষণে তিনি ইহার মূল্যও অবধারণ করিতেন । পিতা যখন ধ্বংসপ্রবণ অস্থায়ী বিষয়সমূহ লইয়া ব্যতিব্যস্ত, মাতা তখন কেবল ক্ষণকালের জন্য নহে, কিন্তু অনন্তকালের নিমিত্ত মন ও চরিত্র গঠন কার্য্যে নিয়োজিতা ।4Ah 233; CCh 389.1

সন্তানসন্ততির প্রতি পিতার যে সকল কর্ত্তব্য আছে, তাহা মাতার উপরে অর্পণ করা যায় না । কারণ মাতা যদি তাঁহার নিজের কর্ত্তব্য পালন করেন তবে তাহাই তাঁহার পক্ষে যথেষ্ট । মাতা ও পিতার হস্তে ঈশ্বর যে কার্য্যভার অর্পণ করিয়াছেন, কেবল উভয়ে মিলিয়া একত্রে কার্য্য করিয়াই উহা সুসম্পন্ন করিতে পারেন । CCh 389.2

জীবনের ও অমরতার জন্য সন্তানসন্ততিকে সুশিক্ষিত-করণ- কার্য্যে পিতার যে দায়িত্ব বা অংশ আছে, তাহা হইতে তাঁহার অব্যহতি লইবার চেষ্টা করা কর্ত্তব্য নহে । মাতার সহিত তাঁহার এই দায়িত্ব বহন করা কর্ত্তব্য । কারণ মাতা ও পিতা উভয়েই এই দায়িত্বে আবদ্ধ । মাতাপিতা যদি তাঁহাদের সন্তানসন্ততিগণের মধ্যে প্রেম ও ভক্তি দেখিতে বাঞ্ছা করেন, তবে তাহাদের উভয়ের কর্ত্তব্য, পরস্পরের প্রতি প্রেম ও সমাদর প্রদর্শন করা । বালকগণের পিতার কর্ত্তব্য,—তাঁহার পুত্রগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রাখা, তাঁহার বহুল অভিজ্ঞা দ্বারা তাহাদের উপকার করা এবং তাহাদের সহিত সরল ও কোমলভাবে কথা বলিয়া তাঁহার হৃদয়ে তাহাদিগকে বাঁধিয়া রাখা । পিতার দেখান কর্ত্তব্য যে, তিনি সর্ব্বদা তাহাদের সুখের ও হিতের দিকে দৃষ্টি রাখেন । CCh 389.3

যে পরিবার কেবল পুত্র লইয়া গঠিত, সেই পরিবারের পিতা যে কোন কার্য্যে নিয়োজিত থাকুন না কেন, তাঁহার ইহা বুঝা কর্ত্তব্য যে, তাঁহার তত্ত্বাবধানে যে সকল আত্মা দেওয়া হইয়াছে, তিনি কখনও তাহাদের অবহেলা করিতে পারেন না । এই সকল সন্তানসন্ততিকে জগতে আনয়ন করিয়া তিনি ঈশ্বরের নিকটে এই দায়িত্বে আবদ্ধ যে, তাহাদিগকে প্রত্যেক সঙ্ঘ ও মন্দ সঙ্গী হইতে পৃথক রাখিতে তাঁহার যাহা কিছু সাধ্য তাহাই করিবেন । তাঁহার চঞ্চল ছেলেদের তত্ত্বাবধানের ভার একেবারে মাতার হস্তে ছাড়িয়া দেওয়া তাঁহার কর্ত্তব্য নহে । কারণ ইহা মাতার পক্ষে এক গুরুতর বোঝা । মাতার ও সন্তানসন্ততিগণের সুখসুবিধার দিকে পিতার বিশেষ দৃষ্টি রাখা কর্ত্তব্য । আত্ম-সংযম করিয়া সন্তানসন্ততিগণকে বিজ্ঞতা সহকারে সুশিক্ষিত করা মাতার পক্ষে হয়তো অত্যন্ত কঠিন হইতে পারে । যদি তাহাই হয়, তবে পিতারই অধিকতর দায়িত্বভার বহন করা উচিত । সন্তানসন্ততিগণের রক্ষাকল্পে তাঁহারই সর্ব্বাপেক্ষা দৃঢ়-সঙ্কল্প হওয়া কর্ত্তব্য । CCh 390.1