Go to full page →

পোষাকের প্রভাব CCh 457

পরিচ্ছদ প্রিয়তা নৈতিক জীবন বিপন্ন ক্রয়া তুলে এবং বিনয় ও গাম্ভীর্যের জন্য যে খ্রিস্টীয় মহিলা-জীবন বিখ্যাত, ইহা নারীকুলকে তাঁহার বিপরীত করিয়া তুলে। যাহারা বাহ্য জাঁকাল পরিচ্ছদ পরিধান করে, তাহাদের অন্তকরণে প্রায়ই কামপ্রবৃত্তি জাগিয়া উঠে এবং যাহারা তাহাদিগকে দেখে তাহাদের অন্তঃকরেণও হীন কামপ্রবৃত্তি জাগাইয়া দেয়। ঈশ্বর দেখিতে পান যে, প্রায়ই চরিত্রনাশের পুর্ব্বে পরিচ্ছদে অহংকার ও জাঁকজমকে প্রশয় দেয়া হয়। তিনি দেখিতে পান যে, বহুমূল্য পরিচ্ছদ সৎকার্য্য করিবার বাসনাকে নির্ব্বাসিত করিয়া দেয়। 74T 645; CCh 457.2

আমার যুবতী ভগ্নিগনকে আমি সাদাসিধে , আড়ম্বরহীন, বিনীত পরিচ্ছদ পরিধান করিতে অনুরোধ করি। আপনার ব্যবহার ও পরিচ্ছদে ড়ম্বরহীনতা দেখাইয়া আপনি যে প্রকারে আপনার দীপ্তি অন্যের নিকটে উজজলতর ভাবে দেখাইতে পারিবেন, এমন আর কোন উপায়ে পারিবেন না। ঐ সকলেতে আপনি দেখাইতে পারেন যে, শাশ্বত জিনিষের সহিত তুলনায়, এই জীবনের জিনিষেরও আপনি যথোপযুক্ত মূল্য দিয়া থাকেন।83T 376; CCh 457.3

অবিশ্বাসীবর্গের উপরে প্রভাব বিস্তারের নিমিত্ত অনেকে জগতের অনুরূপে পরিচ্ছদ পরিহিত হইয়া থাকে, কিন্তু ইহা করিয়া তাহারা এক বিষম ভুল করিয়া থাকে। তাহাদের যদি কোন প্রকৃত ও রক্ষাকারী প্রভাব থাকে, তবে তাহারা তাহাদের ধর্ম্মবিশ্বাসনুযায়ী জীবন যাপন করুক, তাহাদের ধর্ম্ম-কর্ম্ম দ্বারা তাহারা তাহাদের বিশ্বাস দেখাউক এবং সংসারমনা লোকদের ও খ্রীষ্টীয়ানদের মধ্যে পার্থক্য কী তাহা স্পষ্টরূপে প্রদর্শক করুক। আমাদের বাক্য, আমাদের পোষাক-আসাক ও আমাদের কার্য্য যেন ঈশ্বরের অনুকূলে কথা বলে। তাহা হইলে তাহাদের চতুর্দ্দিকে যাহারা বসবাস করে, তাহাদের উপরে এক পবিত্র প্রভাব বিকীর্ণ হইবে এবং এমন কি অবিশ্বাসীবর্গও জানিতে পারিবে যে, তাহারা যীশুর সহিত আছে। যদি কেহ ইচ্ছা করে যে, তাহাদের প্রভাব সত্যের অনুকূলে কথা বলিবে, তাহা হইলে তাহারা তাহাদের ধর্ম্ম বিশ্বাসানুযায়ী জীবন যাপন করুক এবং এইরূপে বিনীত দৃষ্টান্তের (খ্রীষ্টের) অনুকরন করুক।94T 633, 634; CCh 458.1

হে আমার ভগ্নিগণ, এমন কি যাহা কিছু দেখিতে মন্দ তাহা হইতেও দূরে থাকুন। এই ক্ষিপ্রগতির ভ্রষ্টযুগে সতর্ক না থাকিলে আপনারা কোন মতেই নিরাপদ থাকিতে পারিবেন না। সদ্গুন ও বিনয় অতি বিরল। আপনারা যাঁহারা সগর্ব্বে স্বীকার করেন যে, আপনারা খ্রীষ্টের অনুগামী, তাঁহাদিগকে আমি অনুনয় বিনয় সহকারে অনুরোধ করি আপনারা অমূল্য রত্ন পরিহিত হউন। ইহা আপনাদের সদ্গুন বা ধর্ম্ম রক্ষা করিবে। CCh 458.2

কোন যুবতী নারী যদি আচারনে বিনয় ও শিষ্টতা প্রদর্শন করে ও তৎসহ খাঁটি সাদাসিধে পোষাক পরিহিতা হয়, তবে এমন এক পবিত্র আবহাওয়ায় পরিবেষ্টিতা হইবে যাহা তাহাকে সহস্র সহস্র বিপদ হইতে ঢালের ন্যায় সুরক্ষা করিবে। 10CG 417; CCh 458.3

বুদ্ধিমতী নারী সাদাসিধে পোষাক পরিহিতা হইলে সর্ব্বাপেক্ষা অধিক উপকারে লাগিতে পারে। CCh 459.1

খ্রীষ্টীয়ানের যেরূপ পরিচ্ছদ পরিধান করা উচিত, তদ্রূপ পরিচ্ছদ পরিধান করুন, - সাদাসিধে ও আড়ম্বরহীন পরিচ্ছদ-যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্যে তদ্রূপ পরিচ্ছদ পরিধান করুন ; সৎ-ক্রিয়ায় ভূষিতা হউন। CCh 459.2

অসঙ্গত ফ্যাশনে বা সৌখিনতায় যেন পিছনে না থাকে, এ নিমিত্ত অনেকে স্বাভাবিক সাদাসিধে ভাবের প্রতি তাহাদের রুচি হারাইয়া ফেলে এবং অস্বাভাবিক রুচিতে মুগ্ধ হইয়া যায়। তাহারা সময় ও অর্থ, বুদ্ধির প্রাখর্য্য এবং আত্মার প্রকৃত শ্রীবৃদ্ধি বিসজর্জন দিয়া তাহাদের সমস্ত সত্তা সৌখিনতায় নিয়োজিত করে। প্রিয় যুবতী, ফ্যাশনের বা বাবুগিরির অনুধারণ করিয়া তুমি যে পরিচ্ছদ পরিহিত হও, লোককে দেখাইবার জন্য যে লেস ও স্বর্ণ এবং অস্বাভাবিক দ্রব্যাদি পরিধান কর, তাহা অন্যের নিকটে তোমার ধর্ম্মের কিংবা তুমি যে সত্য স্বীকার কর, তাহার প্রশংসা করিবে না বা সেগুলিকে ভাক বলিয়া পরিচয়ও দিবে না। তুমি যে বাহ্য সৌন্দর্য্যের চেষ্টা করিতেছ, বিচক্ষণ লোকেরা উহাকে তোমার দুর্ব্বল মনের ও অহঙ্কারী হৃদয়ের প্রমান স্বরূপ মনে করিবে। 11CG 421; CCh 459.3

এমন এক পরিচ্ছদ আছে বালকবালিকা ও যুবকযুবতিগণ তাহা পাইবার চেষ্টা করিলে কেহই তাহাদের উপরে কোন দোষ বা কলঙ্ক আরোপ করিতে পারে না । ইহা হইতেছে পবিত্রগণের ধর্ম্মাচরণ। জাগতিক ধারণানুযায়ী তাহারা যেমন পোষাক-আসাকে বাবুগিরি করিতে ইচ্ছুক ও সচেষ্ট, তেমনি যদি তাহারা ধর্ম্মাচরণ করিতে ইছুক ও অধ্যবসায়ী হয়, তাহা হইলে অতি সত্তরই তাহারা খ্রীষ্টের ধার্ম্মিকতায় সুসজিজত হইতে পারিবে, এবং তাহাদের নাম জীবন পুস্তক হইতে কাটিয়া বা মুছিয়া ফেলা হইবে না। মাতাপিতাগণের যেমন, যুবকযুবতী ও সন্তানসন্ততিগণেরও তেমনি এই বলিয়া প্রার্থনা করা উচিত, “হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর ও আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেয়।” (গীত ৫১ ঃ ১০)। বর্ত্তমাঙ্কাল ও অনন্তকাল — এই উভয় কালের নিমিত্তই, এই বিশুদ্ধ অন্তঃকরণ ও আত্মার কমনীয়তা বা সৌন্দর্য্য, স্বর্ণ অপেক্ষা অধিকতর মূল্যবান। কেবল নির্ম্মল অন্তঃকরণ বিশিষ্ট লোকেরাই ঈশ্বরের দর্শন পাইবে। 12CG 417, 418. CCh 459.4