Go to full page →

সন্তানসন্ততিগণকে উপদেশ দানে বক্তিগত অভিজ্ঞতা CCh 493

সন্তানসন্ততিগণের সহিত ব্যবহারে, কোন কোন মাতা সমতা রক্ষা করেন না, বা একরূপ থাকেন না। কখন-কখন তাঁহারা সন্তানগণকে তাহাদের ক্ষতিজনক কার্য্যে প্রশ্রয় দিয়া থাকেন, আবার কখন-কখন তাঁহারা তাহাদিগকে এমন নির্দ্দোস লালসা চরিতার্থে বাধা দিয়া থাকেন, যাহা তাহাদের সিসুবৎ হৃদয়গুলিকে অতিশয় সুখী করিত। এই বিষয়ে তাঁহারা খ্রীষ্টের অনুকরন করেন না ; তিনি শিশুদিগকে ভালবাসিতেন ; তিনি তাহাদের মনোভাব সকল বুঝিতেন এবং তাহাদের সুখে ও তাহাদের বিপদ-পরীক্ষায় তাহাদের প্রতি সহানুভূতি দেখাইতেন। 28MH 389, 390; CCh 493.1

আমোদ-প্রমোদের এই দলে কিংবা ঐ দলে যাইবার জন্য সন্তানসন্ততিগণ যখন আপনার কাছে অনুমতি চাহিবে, তখন তাহাদিগকে বলিবেন, “সন্তানেরা আমি তোমাদিগকে যাইতে দিতে পারি না ; তোমরা এখানে আমার কাছে বস। কেন যে তোমাদিগকে যাইতে দিতে পারি না, তাহা আমি তোমাদিগকে বলিব। আমি অনন্তকালের ও ঈশ্বরের জন্য কার্য্য করিতেছি। ঈশ্বর তোমাদিগকে আমার নিকট দিয়াছেন এবং তোমাদিগকে আমার তত্ত্বাবধানে রাখিয়াছেন। হে আমার প্রিয় সন্তানগণ তোমাদের পক্ষে আমি আমি ঈশ্বরের স্থানে দাঁড়াইয়া আছি ; এই জন্য তোমাদের দিকে অবশ্যই আমার দৃষ্টি রাখিতে হইবে, কারণ ঈশ্বরের বিচার দিনে তোমাদের সম্বন্ধে আমার হিসাব দিতেই হইবে। সন্তানের প্রতি কর্ত্তব্য পালন করি নাই, শত্রুকে আসিতে ও যে ভূমি আমার দখল করা উচিত ছিল, সেই চুমি শত্রুকে দখল করিতে দিয়াছি, এই বলিয়া তোমাদের মাতার নাম স্বর্গের পুস্তকগুলিতে লেখা হইবে, ইহা কি তোমরা চাহ ? হে আমার প্রিয় বৎসগণ, কোনটী ঠিক্‌ পথ আমি তোমাদিগকে বলিয়া দিতেছি, ইহার পড়ে তোমরা যদি তোমাদের মাতার নিকট হইতে দূরে দুষ্টতার পথে চলিয়া যাইতে মনস্থ কর, তবে তোমাদের মাতা নির্দ্দোষ থাকিবেন, কিন্তু তোমাদের নিজেদের পাপের জন্য তোমাদের অবশ্যই কষ্ট ভোগ করিতে হইবে।” CCh 493.2

আমার সন্তানসন্ততিগণের সহিত আমি এইরূপ আচরণ করিয়াছি, এবং আমার কথা শেষ করিবার পুর্ব্বেই তাঁহারা কাঁদিতে আরম্ভ করিয়াছে ও আমাকে বলিয়াছে, “আপনি কি আমাদের জন্য প্রার্থনা করিবেন না ?” হাঁ, আমি কখনও তাহাদের জন্য প্রার্থনা করিতে অস্বীকার করি নাই। আমি তাহাদের পার্শ্বে জানু পাতিয়া তাহাদের জন্য প্রার্থনা করিয়াছি। পড়ে আমি দূরে যাইয়া সূর্য্যোদয় পর্য্যন্ত সমস্ত রাত্রি ঈশ্বরের সহিত প্রার্থনায় ও বিনতিতে যাপন করিয়াছি, যেন শত্রু মোহ ভাঙ্গিয়া যায় ; আর আমি এই ভাবে জয় লাভ করিয়াছি। যদিও একটী রাত্র আমার প্রার্থনায় জাগ্রৎ থাকিতে হইয়াছে, তথাপি আমার সন্তানগণ আমার কাছে আসিয়া যখন গলা ধরিয়া বলিয়াছে — “মাগো ! আমরা যখন যাইতে চাহিয়াছিলাম, তখন যাইতে দেন নাই, তজজন্য আমরা অতিশয় সুখী। আখন আমরা বুঝিতে পারিতেছি যে, যদি আমরা যাইতাম, তবে তাহা অন্যায় হইত”, তখন আমি আমার শ্রম সার্থক মনে করিয়াছি। CCh 494.1

মাতাপিতাগন, আপনারা যেন ইহাই চাহিয়াছিলেন, এই ভাবে অবশ্যই কার্য্য করিবেন। আপনাদের সন্তানগণকে যদি ঈশ্বরের রাজ্যে রক্ষা করিতে আশা করেন, তবে এই বিষয়ে বিশেষ ভাবে রত থাকিবেন। 29AH 528, 529; CCh 494.2

নগর হইতে বহুদূরে পৃথক্ ভাবে না রাখিলে, এদেশের কিংবা অন্য কোন দেশের যুবকযুবতীদিগকে কখনও প্রকৃৎ শিক্ষা দিতে পারা যাইবে না। যেহেতু নগরের রীতিনীতি ও আচার ব্যবহার যুবকযুবতীগণের মনকে সত্য প্রবেশের পক্ষে অনুপযোগী করিয়া ফেলে। 30FE 312; CCh 494.3