Go to full page →

বর্ত্তমান স্বাস্থ্য সংস্কার CCh 528

আমাদের কার্য্যে- মিতাচার সংস্কারে, আমাদের অধিকতর মনোযোগী হওয়া কর্ত্তব্য। সংস্কারের প্রত্যেকটী কর্ত্তব্য, অনুতাপ, বিশ্বাস ও আজ্ঞাবহতা জড়িত রহিয়াছে। ইহার অর্থ — নুতন ও মহত্তর এক জীবনে আত্মার উন্নয়ন। এইরুপে তৃতীয়দূতের বার্ত্তা প্রচার কার্য্যে প্রত্যেকটী প্রকৃত ধর্ম্ম-সংস্কারের স্থান আছে।ইহার মধ্যে পানভোজনাদি বিষয়ক সংস্কারের দিকে আমাদের বিশেষ মনোযোগ দান করা ও উহার পৃষ্ঠপোষকতা করা সবিশেষ প্রয়োজন। বাৎসরিক সভার সময়ে এই বিষয়ে সবিশেষ দৃষ্টি দেওয়া ও ইহাকে এক জীবন্ত সংস্কারে পরিণত করা আবশ্যক। যথার্থ মিতাচারের মূলনীতিগুলির প্রতি লোকদিগের দৃষ্টি আকর্ষণ করিয়া মিতাচার বিষয়ক প্রতিজ্ঞা —পত্রে সকলের সহি নেওয়া কর্ত্তব্য। যাঁহারা মন্দ অভ্যাসের দাস তাঁহাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখিতে হইবে। তাহাদিগকে খ্রীষ্টের ক্রুশের নিকটে লইয়া যাইতে হইবে। CCh 528.1

আমরা যতই শেষকালের নিকটবর্ত্তী হইতেছি, স্বাস্থ্য-সংস্কার ও মিতাচার সম্বন্ধে লোকদিগকে অধিকতর নির্দ্দিষ্টরূপে ও স্থিরভাবে শিক্ষা দান করিয়া ঐ বিষয়ে আমাদের ততই উচ্চ হইতে উচ্চতর সোপানে এবং আরও অধিকতর উচ্চতর সোপানে এবং আরও অধিকতর উচ্চতর সোপানে আরোহন করিতে হইবে। কেবল আমাদের বাক্য দ্বারা নহে, কিন্তু আমাদের আচরণের দ্বারা অবিরত লোকদিগকে ঐ বিষয়ে শিক্ষা দান করিতে চেষ্টা করিতে হইবে। বিধিমতে জীবন যাপন করিলে এক ফলপ্রদ প্রভাব পরিলক্ষিত হয়। 86T 110, 112. CCh 528.2