Go to full page →

প্রতিষ্ঠানাদি স্থাপন করিতে হইবে CCh 600

বহু স্থান আছে যে যে স্থানে সুসমাচার প্রচার কার্য্যের সহিত চিকিৎসা-কার্য্যের প্রয়োজন, সুতরাং ঐ সকল স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র চিকিৎসালয় স্থাপঙ্কিরা বিধেয়। ঈশ্বর চাহেন, যেন আমাদের স্বাস্থ্য-নিবাসগুলিতে উচ্চ নীচ, ধনী ও দরিদ্র সকলেরই একত্রে সমাবেশ হয়। ঐ সকল প্রতিষ্ঠান এরূপভাবে পরিচালিত হওয়া আবশ্যক, যেন ঈশ্বর জগতে যে বার্ত্তা প্রেরণ করিয়াছেন, ঐ সকলের কার্য্য দ্বারা তাঁহারই দিকে লোকদের মনোযোগ আকষিত হয়। 2CH 501; CCh 600.1

পীড়িতদিগকে স্বর্গীয় মহান্ চিকিৎসকের শক্তির উপরে নির্ভর করিতে পরিচালিত করিয়া শারীরিক ও আধ্যাত্মিক সেবা কার্য্য একত্রে সংমিশ্রিত থাকে আবশ্যক। উপযুক্ত চিকিৎসা করিবার সঙ্গে সঙ্গে যাঁহারা খ্রীষ্টের সুস্থকারী অনুগ্রহের নিমিত্তও প্রার্থনা করিবেন, তাঁহারা রোগীর মনে বিশ্বাস আশাহীনদের মনে আশার সঞ্চার করিয়া দিবে। CCh 600.2

উপযুক্ত চিকিৎসার সহিত বিশ্বাসের প্রার্থনা মিলাইয়া আশাহীনদের মনে সাহসের সঞ্চার করিবার ও ঠিক্ ভাবে শারীরিক ও আধ্যাত্মিক জীবন যাপনার্থে সুপরামর্শ দান করিবার নিমিত্ত আমাদের স্বাস্থ্য-নিবাসসমূহ প্রতিষ্ঠিত হইয়াছে। এইরূপ সেবাকার্য্যের মাধ্যমে অনেকেরই মন পরিবত্তন হওয়া আবশ্যক। আমাদের স্বাস্থ্য-নিবাসসমূহের চিকিৎসকগণের কর্ত্তব্য--- আত্মার সুস্থতার নিমিত্ত সুস্পষ্ট সুসমাচার-বার্ত্তা দান করা। 3MM 248; CCh 600.3