Go to full page →

৫৬ অধ্যায় CCh 606

যাহারা আমাদের সম্প্রদায় ভুক্ত নহে তাহাদের সহিত সম্বন্ধ CCh 606

প্রশ্ন হইতে পারে যে, জগতের সহিত আমাদের কি কোন যোগাযোগ রক্ষা করিতে হইবে না ? এই সম্বন্ধে সদাপ্রভুর বাক্যই আমাদের পথ প্রদর্শক। নাস্তিক ও অবিশ্বাসিগণের সহিত যে যোগাযোগে প্রমাণিত হইবে যে, আমরা তাহাদেরই মত, ঈশ্বরের বাক্যে সেইরূপ যোগাযোগ নিষেধ করা হইয়াছে। আমাদিগকে তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসিতে ও পৃথক্‌ থাকিতে বলা হইয়াছে। তাহাদের কার্য্য প্রণালীর সহিত কোন মতেই আমাদের যুক্ত হওয়া উচিত নহে। কিন্তু আমাদের সন্ন্যাস জীবন যাপন করা উচিত নহে। জগতের লোকদের প্রতি যে সকল সৎ কার্য্য করিতে পারা যায়, তাহা করিতে হইবে। CCh 606.1

খ্রীষ্ট এই সম্বন্ধে একটী দৃষ্টান্ত রাখিয়া গিয়াছেন। করগ্রাহী ও পাপীদের সহিত ভোজনে নিমন্ত্রিত হইলে তিনি উহা অস্বীকার করেন নাই; কারণ তাহাদের সহিত মেলামেশা করা ভিন্ন অন্য কোন উপায়ে তিনি এই শ্রেণীর লোকদের মনের মধ্যে প্রবেশ করিতে পারিতেন না। শাশ্বত বিষয়ের দিকে মন আকর্ষণ করিবার নিমিত্ত সুযোগ পাইলেই তিনি লোকদের নিকট কথা প্রসঙ্গ করিতেন। আর তিনি আমাদিগকে এই আদেশ দিতেছেন, “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।” মথি ৫ : ১৬। 1GW 394; CCh 606.2

ঈশ্বরের সহিত যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে আমরা যদি অবিশ্বাসী সমাজের সহিত মেলামেশা করি এবং তাহাদের প্রভাব প্রতি- রোধার্থে আধ্যাত্মিক ভাবে যথেষ্ট বলবান হই, তাহা হইলে উহাতে আমাদের কোনই অনিষ্ট হইবে না। CCh 606.3

জগতের পরিত্রাণার্থে এবং পতিত মানবকে অনন্ত ঈশ্বরের সহিত সংযুক্ত করনার্থে খ্রীষ্ট এই ধরাতলে অবতীর্ণ হইয়াছিলেন। খ্রীষ্টের অনুগামিগণের জ্যোতি-প্রবাহ হওয়া আবশ্যক। যাহারা স্বর্গ হইতে বাছাই বাছাই আশীর্ব্বাদ প্রাপ্ত হন, তাঁহাদের কর্ত্তব্য যাহারা অন্ধকারে ও ভ্রান্তির মধ্যে আছে, ঈশ্বরের সহিত যোগাযোগ রক্ষা করিয়া তাহাদের মধ্যে সেই সকল আশীর্ব্বাদ সঞ্চালিত করা হনোক তৎকালীন অধর্ম্মে নিজেকে কলুষিত হইতে দেন নাই ; সুতরাং আমরা কেন আধুনিক অধর্ম্মে নিজেদিগকে কলুষিত হইতে দিব ? কিন্তু আমাদের গুরুর ন্যায় ক্লিষ্ট মানবজাতির প্রতি আমাদের সহানুভূতি, হতাশ লোকদের অনুভূতি ও আবশ্যক দ্রব্যের প্রতি আমাদের উদার বিবেচনা থাকা উচিত। 25T 113; CCh 607.1

তৃতীয় দূতের বার্ত্তার মাহাত্ম্য কী এবং যাহারা ঈশ্বরের সেবা করে, ও যাহারা তাঁহার সেবা করে না, তাহাদের মধ্যে পার্থক্য কী বিশ্রামবার-সত্য পালনই তাহার প্রকৃত চিহ্ন, তাহা যেন আমার ভ্রাতৃগণ সম্যকরূপে হৃদয়ঙ্গম করিতে পারে ইহাই আমার প্রার্থনা। যাহারা নিদ্রাভিভূত ও উদাসীন তাহারা জাগ্রৎ হউক। CCh 607.2

আমাদিগকে পবিত্র হইতে আহবান করা হইয়াছে, আর আমাদের বিশ্বাসের বৈশিষ্ট্য রক্ষা করি, অথবা না করি, তাহাতে অল্পই আসিয়া যায়, লোকে যেন আমাদের সম্বন্ধে এই ভুল ধারণা না করে, তজ্জন্য আমাদের বিশেষ সতর্ক থাকিতে হইবে। সত্যের ও ধার্ম্মিকতার জন্য আমরা পূর্ব্বে যেরূপ করিয়াছি, তদপেক্ষা অধিকতর দৃঢ়ভাবে আমাদের দণ্ডায়মান থাকিতে হইবে। যাহারা ঈশ্বরের আজ্ঞাসকল পালন করে, ও যাহারা তাঁহার আজ্ঞাসকল পালন করে না, তাহাদের মধ্যে যে কী পার্থক্য তাহা সুস্পষ্টভাবে ও নির্ভূলরূপে প্রকাশিত হইবে। ঈশ্বরের সহিত সম্বন্ধ বজায় রাখিবার জন্য আমরা যে নিয়মে আবদ্ধ হইয়াছ, সর্ব্বপ্রযত্নে সেই নিয়ম রক্ষা করিয়া সজ্ঞানে ঈশ্বরের সমাদর করিতে হইবে, তাহা হইলে যে সকল লোক কঠোর পরীক্ষার মধ্য দিয়া যাইবে, তাহারা যে সকল প্রয়োজনীয় আশীর্ব্বাদ লাভ করিতে পারিবে, আমরাও সেই সকল আশীর্ব্বাদ লাভ করিতে পারিব। CCh 607.3

আমাদের জীবনের উপরে আমাদের বিশ্বাসের ও আমাদের ধর্ম্মের কোন প্রভাব নাই, লোকদের মনে এই ভাব অঙ্কিত করিয়া দিলে প্রভূত পরিমাণে ঈশ্বরের অবমাননা করা হয়। আর এই ভাবে তাঁহার আঞ্জাসকল---- যাহা যাহা আমাদের জীবন --- সেই সকল হইতে দূরে সরিয়া পড়ি এবং তিনি যে আমাদের ঈশ্বর ও আমরা তাঁহার প্রজা এ কথা অস্বীকার করি। 37T 108; CCh 608.1