আমাদের মণ্ডলীতে বা আমাদের স্কুলে যাঁহারা বাইবেল শিক্ষা দিয়া থাকেন, রাজনীতির বা রাজনীতি—বিশারদ্গণের বিরুদ্ধে তাঁহাদের কোন কথা বলা উচিত নহে, কারণ ইহা করিয়া তাঁহারা অন্যদের মন উত্তেজিত করিয়া তুলেন, তাহাতে তাহাদের প্রত্যেকে আপন আপন প্রিয় মতবাদ সমর্থন করিতে থাকে। বর্ত্তমান সত্যে বিশ্বাস করে বলিয়া যাহারা স্বীকার করে, তাহাদের মধ্যে কেহ কেহ এইরূপে উত্তেজিত হইয়া এমন মতামত ও এমন রাজনৈতিক অনুরাগ প্রদর্শন করে যে, তাহাতে মন্ডলীর মধ্যে এক বিভেদ উপস্থিত হয়। CCh 613.3
প্রভু চাহেন, যেন তাঁহার লোকেরা রাজনৈতিক আন্দোলন সম্পর্কে একেবারে নীরব থাকেন। কারণ এই প্রসঙ্গে নীরব থাকাই বাগ্মিতার চিহ্ন। বিশুদ্ধ সুসমাচারের মূলনীতিগুলী সম্পর্কে ঈশ্বরের বাক্যে যাহা কিছু সুস্পষ্টরূপে প্রকাশিত হইয়াছে, খ্রীষ্টের অনুগামীবর্গ যেন সেই সকল বিষয়ে এক মত থাকেন, ইহাই তাঁহার ইচ্ছা। কোন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়া নিরাপদ নহে, কারণ কাহাদের পক্ষে ভোট দিতেছি আমরা জানি না। কোন রাজনৈতিক মন্ত্রণায় যোগ দেওয়া আমাদের পক্ষে নিরাপদ নহে। CCh 614.1
যাঁহারা খ্রীষ্টীয়ান তাঁহারা যথার্থই প্রকৃত দ্রাক্ষালতার শাখা হইবেন এবং দ্রাক্ষালতায় যেরূপ ফল ধারণ করে, তাহাঁরাও তদ্রূপ ফল ধারণ করিবেন। তাঁহারা খ্রীষ্টীয় সঙ্ঘে ঐক্য বদ্ধ হইয়া জীবন যাপন করিবেন। তাঁহারা রাজনৈতিক চাপরাস বা ব্যাজ পরিধান করিবেন না, কিন্তু খ্রীষ্টের চাপরাস পরিধান করিবেন। CCh 614.2
তাহা হইলে আমাদের কি করিতে হইবে ? রাজনৈতিক ব্যাপার হইতে দূরে থাকিতে হইবে। CCh 614.3
কার্য্যের জন্য বিস্তীর্ণ দ্রাক্ষাক্ষেত্র রহিয়াছে ; কিন্তু খ্রীষ্টীয়ানগণ অবিশ্বাসিগণের মধ্যে কার্য্য করেন বলিয়া তাঁহাদের জাগতিক লোকদের মত হওয়া কর্ত্তব্য নহে। রাজনৈতিক আন্দোলনে বা রাজনৈতিক কার্য্যে তাঁহাদের সময় ব্যয় করা উচিত নহে ; কারণ ইহা করিলে শত্রগণ বিবাদ ও বিভেদ উৎপন্ন করিবার সুযোগ পাইবে। CCh 614.4
ঈশ্বরের সন্তানগণের রাজনৈতিক চাতুরী হইতে সম্পূর্ণ পৃথক্ থাকিতে হইবে। জগৎ হইতে পৃথক্ থাকিতে এবং যে সকল মতবাদ মন্ডলীর ও স্কুলের মধ্যে বিবাদ ও অশান্তি আনয়ন করিতে পারে, সে সকল হইতে দূরে থাকিতে হইবে। যাহারা স্বার্থপর তাহারা মতানৈক্য রুপ নৈতিক-বিষ দেহ মধ্যে গ্রহণ করিয়া থাকে। 8GW 391-395; CCh 614.5