Go to full page →

কোন মানব দুই কর্ত্তার দাসত্ব করিতে পারে না CCh 624

খ্রীষ্ট আমাদের সম্মুখে দুইটী কর্ত্তা আনয়ন করিয়াছেন—একটী ঈশ্বর এবং একটী জগৎ। আর তিনি সুস্পষ্টরূপে ঘোষণা করিয়াছেন যে, দুইজনের সেবা করা এক দাসের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। এই জগতের প্রতি আমাদের যদি অসামান্য অনুরাগ ও প্রেম থাকে, তাহা হইলে সর্ব্বোপরি যে সকল বিষয়ের দিকে আমাদের সর্ব্বাধিক দৃষ্টি আকর্ষণ করা উচিত, সেই সকল জিনিষের প্রতি আমাদের কোনই শ্রদ্ধা থাকিবে না। জগতের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম দূর করিয়া দিবে এবং আমাদের সর্ব্বোচ্চ স্বার্থকে জাগতিক প্রয়োজনীয়তার অধীন করিবে। এইরূপে, জগতের বিষয়াদি আমাদের প্রীতি ও অনুরাগের মধ্যে যেরূপ উচ্চ স্থান পাইবে, ঈশ্বর সেরূপ উচ্চ স্থান পাইবেন না। CCh 624.1

পরীক্ষার প্রান্তরে শয়তান খ্রীষ্টের সহিত যেরূপ সতর্ক ব্যবহার করিয়াছিল, মানবের সহিত সে তদপেক্ষা অধিকতর সতর্ক ব্যবহার করিয়া থাকে, কারণ সে সতর্ক থাকে যে, প্রান্তরে সে পরাজিত হইয়াছিল। সে এক পরাজিত শত্রু। সে সোজাই মানবের নিকট আইসে না এবং বাহ্য আরাধনা দ্বারা ভক্তি দাবী করে না। সে মানবকে কেবল জগতের উত্তম বিষয়ের দিকে অনুরাগ প্রদর্শ্ন করিতে বলে। সে যদি জাগতিক বিষয়ের দিকে মানবের মন ও অনুরাগ স্থাপনে কৃতকার্য্য হয়, তাহা হইলে স্বর্গীয় আকর্ষণ মন্দীভূত হইয়া যায়। সে কেবল চাহে, যেন মানব তাহার পরীক্ষার প্রতারণাপূর্ণ শক্তির মধ্যে পতিত হয়, জগৎকে প্রেম করে, পদ মর্য্যাদা ও অর্থ ভালবাসে এবং পার্থিব ধনরত্নের উপরে অনুরাগ স্থাপন করে। সে যদি ইহাতে কৃতকার্য্য হয়, তবে খ্রীষ্টের কাছে সে যাহা চাহিয়াছিল, তাহার সকলই লাভ করে। 43T 478, 480. CCh 624.2