Go to full page →

সাহসের ও বিশ্বাসের বিদায় বাক্য CCh 694

আমি আর বেশিদিন বাঁচিব বলিয়া আশা করি না । আমার কার্য্য প্রায় শেষ হইয়াছে ......... আমার লোকদের জন্য আমি আর অধিক সাক্ষ্যের বাক্য পাইব বলিয়া মনে করি না । কার্য্যোন্নতির ও কার্য্য গঠনের পক্ষে মঙ্গলজনক কি তাহা আমাদের স্থির মস্তিষ্কের লোকেরা গভীর হইতে গভীরতর ভাবে বিষয় সমূহ অধ্যয়ন করা কর্ত্তব্য । 73TT 443; CCh 694.1

আমাদের অতীত ইতিহাস পুনরালোচনা করিয়া এবং প্রতি পদে আমাদের বর্ত্তমান অবস্থায় উন্নতি দেখিয়া আমি বলিতে পারি, ঈশ্বরের প্রশংসা হউক ! প্রভু যাহা করিয়াছেন, তাহা দেখিয়া আমি বিস্ময়াভিভূত হই, এবং চালিকা হিসাবে খ্রীষ্টেতে বিশ্বাসে ভরপূর হই । প্রভু আমাদিগকে ইতিহাসে তাঁহার যে শিক্ষা পাইয়াছি, সেই শিক্ষার বিষয় ভুলিয়া যাওয়াই আমাদের ভয়ের বিষয় ; এতদ্তিন্ন ভবিষ্যতের জন্য ভয়ের কিছুই নাই । 8LS 196. CCh 694.2