দক্ষিন এশিয়া বিভাগে সেভেন্থ-ডে-এ্যাডভেন্টিষ্ট আন্দোলন প্রসার লাভ করায় সভ্যগণের মধ্যে যাঁহারা নানাবিধ ভাষার কথা বলিয়া ও গ্রন্থাদি পাঠ করিয়া থাকেন, তাঁহারা “মণ্ডলীর জন্য সাক্ষ্য” নামক গ্রন্থ-খানি-যাহা পৃথিবীস্থ মন্দলিগুলিকে পুর্ণমাত্রায় কিংবা আংশিক ভাবে গাঁথিয়া তুলিয়াছে এবং আশীর্ব্বাদযুক্ত করিয়াছে, তাহা নিজ নিজ ভাষায় প্রাপ্তির নিমিত্ত সমুৎসুক। কিন্তু নয়খণ্ড সাক্ষ্য পুস্তকের ও ভাববানীর আত্মা নামক আরও বহু গ্রন্থের সম্পূর্ণ শিক্ষামালা প্রত্যেক ভাষার প্রকাশ করা অসম্ভব। এই নিমিত্ত ঐ সকল গ্রন্থ হইতে সার সার উপদেশ সংগ্রহ করিয়া এই গ্রন্থে সন্নিবেশ করা হইয়াছে। আশা করি, এই গুলি মণ্ডলীর বিশেষ কার্য্যে লাগিবে ও এতদদ্বারা মণ্ডলীর বাস্তব উপকার সাধিত হইবে। CCh 5.1
এই গ্রন্থের ৬৬টী অধ্যায়ে যে সকল বিষয় সন্নিবেশিত হইয়াছে, সেগুলি দক্ষিন এশিয়া বিভাগের সুবৃহৎ কমিটী ও ঈলেন জি, হোয়াইট্ প্রণীত গ্রন্থাদির অছিগণ কর্তিক নির্ব্বাচিত। সেভেন্থ-ডে-এ্যাডভেন্টিষ্ট মণ্ডলীর বিশ্বব্যাপী কার্য্যের প্রধান কার্য্যালয় ওয়শিংটন্ ডি, সিতে মিসেস্ হোয়াইটের যে সকল গ্রন্থাবলী আছে, সেগুলির তত্ত্বাবধানের ভার, এই সকল অছির হস্তে নিয়োজিত রহিয়াছে। CCh 5.2
ঈ, জি, হোয়াইট্ প্রণীত গ্রন্থাদি হইতে বহু আয়াসে বিষয়সমূহ পূর্ণভাবে সঙ্কলন, বিন্যাস, ও অনুবাদ করিয়া একখানি বিসদ্গ্রন্থ প্রকাশিত হইল। পর্য্যাপ্ত স্থানাভাবে প্রধান বিষয়গুলি লইয়া কেবলমাত্র অধিকতর প্রয়োজনীয় উপদেশাদি সন্নিবেশিত করা সম্ভবপর হইল। তথাপি ইহাতে বিস্তারিতভাবে বহু বিষয়ের অবতারণা করা হইয়াছে। কোন কোন ক্ষেএে কখন-কখন এখান সেখান হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া অল্প কয়েকটী অনুচ্ছেদেই মনোনীত বিষয় শেষ করা হইয়াছে। যে সকল পুস্তক হইতে বিষয়গুলি নির্ব্বাচিত হইয়াছে, প্রত্যেক অধ্যায়ের শেষে সংক্ষিপ্তাকারে তাহার উল্লেখ রহিয়াছে। অনুচ্ছেদ বা বাক্যাংশগুলি উঠাইয়া দিতে বা মুছিয়া ফেলিতে কোনই চেষ্টা করা হয় নাই। CCh 5.3
১৯৫৫ খৃষ্টাব্দে পুনা সহরে যে “সেমিনারী এক্সটেন্সন্ স্কুল” বসিয়াছিল, তাহাতে ডিভিসনের নানা স্থান হইতে যে সকল কার্য্যকারী সমবেত হইয়াছিলেন, তাঁহাদের অনুরোধে ঈলেন জি, হোয়াইটের পরিচয় দিয়া এবং মণ্ডলীর ঠিক্ আরম্ভ হইতে ১৯১৫ সালে তাঁহার মৃত্যু পর্য্যন্ত মণ্ডলীর সহিত তাঁহার যে যোগাযোগ ছিল, সেই সময়ে ভাববাণীর আত্মার কার্য্য পাঠককে জ্ঞাত করাইয়া এই গ্রন্থখানির এক ভূমিকা প্রস্তুত করা হইয়াছে। তাঁহার লেখনী হইতে যে সকল উপদেশ এই গ্রন্থে লিপিবদ্ধ করা হইয়াছে, সে গুলি লইয়াই অদ্ধায়গুলির সংখ্যাপাত আরম্ভ হইয়াছে ; ভূমিকাটী এই সকল অধ্যায়ের সহিত জড়িত নহে। CCh 6.1
যাঁহারা এতদিন পর্য্যন্ত এই পুস্তকের অপেক্ষায় ছিলেন, তাঁহাদের পক্ষে এক্ষণে ইহা সহজ প্রাপ্য করা হইয়াছে, ইহা বড়ই আনন্দের ও পরিতোষের বিষয়। এই গ্রন্থখানির পৃষ্ঠাগুলি যে সকল বহুমূল্য উপদেশ ও শিক্ষামালায় পূর্ণ, সেই সকলের দ্বারা প্রত্যেক পাঠকের বিশ্বাস যেন দ্বিতীয় আগমন বার্ত্তার সত্যসমূহে বদ্ধমূল হয়, প্রত্যেকের খৃীষ্টীয় অভিজ্ঞতার যেন উৎকর্ষ সাধিত হয়, শেষদিনে আমাদের প্রভু যখন প্রর্ত্যাবর্ত্তন করিবেন, তখন প্রত্যেকের জয়ের আশা যেন বৃদ্ধি পায়, ইহাই দক্ষিন এশিয়া বিভাগের কার্য্যাধ্যক্ষগনের ও ঈলেন জি, হোয়াইট্ প্রণীত গ্রন্থাদির অছিগণের অকপট প্রার্থনা। CCh 6.2
ঈলেন জি, হোয়াইট্ CCh 6.3
কর্ত্তৃক CCh 6.4
প্রকাশিত গ্রন্থাদির CCh 6.5
অছিগণ CCh 6.6