Go to full page →

উর্দ্ধস্থ মণ্ডলীর সহিত মিলিত CCh 196

নীচস্থ ঈশ্বরের মণ্ডলী, উর্দ্ধস্থ ঈশ্বরের মণ্ডলীর সহিত এক । পৃথিবীস্থ বিশ্বাসিগণ এবং যাঁহারা কখনও পাপে পতিত হন নাই, সেই স্বর্গীয় বাক্তিগণ লইয়া মণ্ডলী গঠিত । পবিত্রগণের যে সমাজ ঈশ্বরের ভজনার নিমিত্ত পৃথিবীতে সমবেত হন, প্রত্যেকটী স্বর্গীয় প্রাণী তাঁহাদের প্রতি অনুরক্ত। পৃথিবীর বাহির প্রাঙ্গণে সাক্ষিগণ খ্রীষ্টের নিমিত্ত যে সাক্ষ্যদান করেন, স্বর্গের ভিতর প্রাঙ্গন হইতে তাঁহারা তাহা শুনিয়া থাকেন এবং নীচস্থ ভজকারিগণের নিকট হইতে প্রশংসার ও ধন্যবাদের যে ধ্বনি উত্থিত হয়, তাহা স্বর্গীয় স্তোত্র মিলাইয়া দেওয়া হই, এবং আদমের পতিত সন্তানগণের নিমিত্ত খ্রীষ্ট বৃথা প্রাণত্যাগ করেন নাই, এই হেতু স্বর্গীয় প্রাঙ্গণে প্রশংসা ও আনন্দ ধ্বনি উত্থিত হয়। দূতগণ উৎসমূল হইতে পান করেন, আর পৃথিবীস্থ পবিত্রগণ, যে নদী ঈশ্বরের সিংহাসন হইতে প্রবাহিত হইয়া আমাদের ঈশ্বরের নগরকে প্রফুল্লিত করিতেছে, সেই সচ্ছ-নদীর জল পান করেন । CCh 196.2

আহা । স্বর্গ পৃথিবীর এত নিকটবর্তী, ইহা যদি উপলব্ধি করিতে পারিতাম। পৃথিবীজাত সন্তানসন্ততিগণের অগোচরে দীপ্তিময় দূতগণ তাহাদের সহিত বিচরণ করেন । খ্রীষ্টের নিকটে আনিবার জন্য এক নীরব সাক্ষী জীবিত প্রত্যেকটী মানবের যত্ন লইতেছেন । অনন্ত বিনাশের জন্য মানবগণ যে পর্য্যন্ত আশা থাকে, সে পর্য্যন্ত স্বর্গীয় দূতগণ তাহাদের যত্ন লইয়া থাকেন। আমাদের স্মরণে রাখিতে হইবে যে, পবিত্রাগণ নিচে এই পৃথিবীতে সমবেত হইয়া যে সাক্ষ্য দিয়া থাকেন, গীত গাহিয়া থাকেন ও প্রার্থনা উৎসর্গ করিয়া থাকেন, ঈশ্বরের দূতগণ মনোযোগ পূর্ব্বক তাহা শুনিয়া থাকেন। আর ইহাও স্মরণে রাখিতে হইবে যে, উর্দ্ধস্থ গায়ক দূতগণের প্রশংসা গীতির সহিত আমাদের প্রশংসা গানও মিলাইয়া দেওয়া হয় । CCh 197.1

তৎপরে আপনারা যখন প্রতি বিশ্রামবারে সমবেত হন, তখন যিনি আপনাদিগকে অন্ধকার হইতে তাঁহার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আনয়ন করিয়াছেন, তাঁহার উদ্দেশে প্রশংসাগীত গান করুন । “যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজরক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন”, তাঁহাকে অন্তরের শ্রদ্ধা জ্ঞাত করুন । খ্রীষ্টের প্রেম বক্তার মূল বিষয় হউক। প্রত্যেকটি প্রশংসাগীতিকে সরল ভাষায় খ্রীষ্টের প্রেম ব্যক্ত হউক । ঈশ্বরের আত্মার অনুপ্রেরণানুযায়ী প্রার্থনা করুন । ঈশ্বরের বাক্য কথিত হইলে, আপনার অন্তরের সাক্ষ্য যেন এই হয় যে , আপনি ঈশ্বর হইতে আগত বার্তা গ্রহণ করিতেছেন । CCh 197.2

সিদ্ধ প্রেমের গুণাবলীর উৎকর্ষ সাধনের নিমিত্ত আমরা যেন ঈশ্বরের গৃহে সমবেত হই, ইহাই ঈশ্বরের শিক্ষা। বস্তুতঃ পৃথিবীর যে সকল আধিবাসী খ্রীষ্টকে প্রেম করে, তাহাদের জন্য তিনি যে আবাস প্রস্তুত করিতে গিয়াছেন, ইহা তাহাদিগকে সেই আবাসের যোগ্য করিয়া তুলিবে । যিনি সিংহাসনে উপবিষ্ট তাঁহার ও মেঘশাবকের প্রশংসা ও ধন্যবাদগীতি একসঙ্গে উচ্চকণ্ঠে গাহিবার নিমিত্ত তাহারা চিরকাল প্রতি বিশ্রামবারে ও প্রতি অমাবস্যায় ধর্মধামে সমবেত হইবে ।46T 366-368; CCh 197.3