Go to full page →

ভ্রান্ত মত প্রচারকারীর প্রতি উপদেশ CCh 201

ঈশ্বরের দ্বারা শিক্ষিত ও চালিত হইতেছে বলিয়া দাবী করিয়া যাহারা নিজেদের দায়িত্বে কোন বার্তা প্রচারে রত হয়, অথচ বহু বৎসর যাবৎ ঈশ্বর যে কার্য্য গঠন করিয়া আসিতেছেন, তাহা নষ্ট করিবার জন্য বিশেষ চেষ্টা করে, তাহারা ঈশ্বরের ইছা পালন করিতেছে না । এই সকল লোকেরা মহান্ প্রতারকের দলভুক্ত বলিয়া জানিবেন । ইহাদের কখনও বিশ্বাস করিবেন না । CCh 201.2

যাহাদিগকে অর্থের ও সামর্থ্যের দেওয়ান করা হইয়াছে, তাহারা ভ্রান্ত মত প্রচারের দ্বারা তাহাদের প্রভুর সম্পত্তির অপব্যবহার করিতেছে । যাহারা ঈশ্বরের ব্যবস্থার দাবী দাওয়া পালনের আবশ্যকতা ঘোষণা করে, সমুদয় জগত তাহাদের বিরুদ্ধে হিংসায় পূর্ণ এবং যে মণ্ডলী যিহোবার প্রতি অনুরক্ত, তাহার অসাধারন সংগ্রামে রত থাকিতে হয় । “কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্ত আধিপত্য সকলের সহিত, স্বর্গীয় স্থানে দুস্ততার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে ।” ইফিষীয় ৬:১২। এই যুদ্ধ সম্বন্ধে যাহাদের কিঞ্চিৎ ধারণা আছে, তাহারা যুদ্ধেরত মণ্ডলীর বিরুদ্ধে তাহাদের অস্রশস্র ব্যবহার না করিয়া, ঈশ্বরের লোকদের সহিত সম্মিলিত হইয়া, পাপাত্মার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রাণপণে মল্লযুদ্ধ করিবে ।102TT 356, 357. CCh 202.1