নম্রগণের ও বিশ্বাসীবর্গের নিকট ঈশ্বরের পারথিব-গৃহ স্বর্গের দ্বার সদৃশ । যে উন্নততর উপাসনায় অপবিত্র কোন কিছু প্রবেশ করিতে পারে না, সেই উর্দ্ধস্হ মণ্ডলীর জন্য লোকদিগকে প্রস্তুত করণার্থ প্রশ্নংসাগীত, প্রার্থনা ও খ্রীষ্টের প্রতিনিধিগণের বানী, ঈশ্বর-নিরুপিত বিভিন্ন উপায় । CCh 214.1
পরিবারের জন্য গৃহ, এবং ব্যক্তিগত উপাসনার জন্য অন্তরাগার কিংবা কুঞ্জবন প্রভৃতি নিভৃত স্থান, ধর্ম্মধাম সদৃশ ; কিন্ত উপাসনা-গৃহ সমাজের জন্য ধর্ম্মধাম । উপাসনার সময়, স্থান ও পদ্ধতি সম্বন্ধে নিয়ম থাকা প্রয়োজন । যাহা পবিত্র, যাহা ঈশ্বর-আরাধনার অঙ্গ, তাহার প্রতি অযত্ন কিংবা ঔদাসিন্ন্য প্রদর্শন করা কোন মতেই কর্ত্তব্য নহে । লোকে যেন সর্ব্বোত্তমরুপে ঈশ্বরের প্রশংসা প্রকাশ করিতে পারে, তজজন্য তাহাদের সঙ্গীগণের মন, পবিত্রতায় সাধারণ লোকদের মন হইতে স্বতন্ত্র হইয়া আবশ্যক । যাহাদের ধারণা উদার, চিন্তা ও আকাঙ্ক্ষা মহৎ, তাহাদের সঙ্গলাভে ঐশ্বরিক বিষয়ের চিন্তারাশি সবলিকৃত হয় । ছোট হউক কি বড় হউক, নগরে হউক, কি অমসৃণ পর্ব্বত গুহায় হউক, ক্ষুদ্র কক্ষে হউক, কি প্রান্তরে হউক, — যাহাদের ধর্ম্মধাম আছে, তাহারাই জীবনে সুখী । যথাসম্ভব সর্ব্বোৎকৃষ্ট স্থান্তটী পবিত্র করিবেন, আর ইহা হইবে বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে পবিত্র । CCh 214.2