Go to full page →

অন্বেষণের পুরস্কার COLBen 93

কেউ যেন মনে না করে যে, তাদের অর্জন করার মত কোন জ্ঞান আর অবশিষ্ট নেই। মানবীয় বুদ্ধিমত্তা ও জ্ঞানের মাত্রা পরিমাপ করা যায়; কিন্তু আমরা আমাদের সবচেয়ে উঁচু, সবচেেয় গভীর, ও সবচেয়ে প্রশস্ত কল্পনার দ্বারাও ঈশ্বরকে অন্বেষণ করে পেতে পারি না। ঈশ্বরকে খুঁজতে গেলে আমরা এমন এক অসীমতা দেখতে পাব, যা আমরা কখনোই অনুধাবন করতে পারব না। আমরা কেবল স্বর্গীয় মহিমা এবং তাঁর অপরিসীম জ্ঞান ও প্রজ্ঞার কিছুটা বিচ্ছুরণ দেখেছি। আমরা প্রকৃতপক্ষে যেন খনির উপরিভাগে ভূপৃষ্ঠেই অনুসন্ধান চালিয়ে গেছি, যার নিচে নিহিত রয়েছে স্বর্ণালী গুপ্ত ধন। যে তা খুঁড়ে বের করবে, সেই ধন তারই হবে। আমরা যত বেশি এই খনি খনন করতে থাকব, তত বেশি আমরা আরও বেশি করে এই গৌরবময় গুপ্ত ধন লাভ করতে থাকব। সঠিক বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গীয় জ্ঞান হয়ে ওঠে মানবীয় জ্ঞান। COLBen 93.1

পুরস্কৃত না হয়ে কেউ খ্রীষ্টের আত্মা সহকারে পবিত্র শাস্ত্রে অনুসন্ধান করতে পারে না। যখন মানুষ একটি ছোট শিশুর মত শিক্ষা লাভের জন্য ইচ্ছুক হয়, যখন সে নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করে, তখন সে তাঁর বাক্যের সত্য খুঁজে পাবে। যদি মানুষ ঈশ্বরের বাধ্য হয়, তাহলে সে তার জীবনের জন্য ঈশ্বরীয় পরিকল্পনা উপলব্ধি করতে সক্ষম হবে। তখন স্বর্গীয় রাজ্যের দুয়ার খুলে যাবে এবং সে স্বর্গের সমস্ত গৌরব ও মহিমায় অভিযান করতে পারবে। মানব জাতি এখন যেমন আছে, সে তুলনায় সম্পূর্ণ ভাবে পরিবর্তিত হয়ে যাবে, কারণ সত্যের খনি খননের মধ্য দিয়ে মানুষ মহত্তর হয়ে ওঠে। পরিত্রাণের রহস্য, খ্রীষ্টের মানব দেহ ধারণ, তাঁর প্রায়শ্চিত্ত মূলক মৃত্যু, এ সব কিছু আমাদের মনের ভেতরে অসার হয়ে উঠবে না। আমরা যে শুধু তা বুঝতে পারব তা নয়, বরং সেই সাথে তা আমাদের জীবনের জন্য প্রচ-ভাবে প্রয়োজনীয় বলে দেখা দেবে। COLBen 93.2

পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় খ্রীষ্ট এই জগতকে এমন এক শিক্ষা দান করেছেন যা আমাদের অন্তরে ও আত্মায় খোদাই করে রাখা প্রয়োজন। “আর ইহাই অনন্ত জীবন যে,” যীশু খ্রীষ্ট তাঁর প্রার্থনায় বললেন, “তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।” যোহন ১৭:৩। এটিই সত্যিকারের শিক্ষা। এটি আমাদের শক্তি দেয়। ঈশ্বর ও তাঁর প্রেরিত পুত্র খ্রীষ্টের কার্যকরী জ্ঞান মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করে। এটি মানুষকে তার নিজের মাংসিক স্বভাবের উপরে কর্তৃত্ব দেয়, তার সমস্ত মানবীয় স্বভাব ও প্রবণতাকে দমন করে তার মনের উচ্চ ক্ষমতার কর্তৃত্বের অধীনের নিয়ে আসে। এই শক্তি যার কাছে থাকে সে ঈশ্বরের পুত্র এবং স্বর্গের উত্তরাধিকারী হয়ে ওঠে। এই শক্তি তাকে অসীম ক্ষমতাশালী ঈশ্বরের চিন্তা ও মননের সাথে সরাসরি সংযুক্ত করে তোলে এবং তার সামনে উন্মুক্ত হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অপার সৌন্দর্য মণ্ডিত ধনরাজি। এই জ্ঞানই আমরা ঈশ্বরের বাক্য অনুসন্ধান করে লাভ করব। যারা সেই জ্ঞান লাভ করবে তাদের প্রত্যেকের আত্মা এই বিশাল ধনরাজি খুঁজে পাবে। COLBen 94.1

“হাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর, যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর; যদি রৌপ্যের ন্যায় তাহার অনে¡ষণ কর, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর; তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে।” হিতোপদেশ ২:৩-৫। COLBen 94.2