Go to full page →

পরিচর্যারত লোকদের দায়িত্ব MHBen 205

সেবিকারা, এবং যারা রোগীর কক্ষে কাজ করেন, তারা আনন্দিত, শান্ত এবং প্রশান্তমনা থাকবেন। সমস্ত ব্যস্ততা, উদ্বেগ অথবা গোলমাল, এড়িয়ে চলতে হবে। সাবধানে দরজা খুলতে হবে এবং বন্ধ করতে হবে এবং সমস্ত ঘরের মধ্যে সবাইকে নীরব রাখতে হবে। জ্বর হলে সঙ্কটের সময়ে বিশেষ যত্ন নিতে হবে, দেখবেন জ্বর চলে গেছে। অবিরত লক্ষ্য রাখতে হবে। অবহেলা, অমনোযোগিতা, অনেকের মৃত্যুর কারণ হয়েছে, যারা বেঁচে থাকতে পারত, যদি তারা বিচার-বুদ্ধি সম্পন্ন, চিন্তাশীল সেবিকাদের যত্ন পেত। MHBen 205.1