Go to full page →

আরোগ্যকামী প্রতিনিধিসমূহ ও বাইবেলের দৃষ্টান্তসমূহ MHBen 215

যারা প্রার্থনার দ্বারা নিরাময় লাভের অন্বেষণ করে, তাদের আরোগ্যকর প্রতিনিধিদের ব্যবহারে অবহেলা করা উচিত না যা তাদের হাতের নাগালে রয়েছে। উদ্ধার কল্পে তার কার্যে ব্যথার উপশম এবং প্রকৃতিকে সাহায্য কল্পে ঈশ্বর প্রদত্ত এরূপ নিরাময় সমূহ ব্যবহারে বিশ্বাস অস্বীকার করা হয় না। ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করা এবং ঐ সকল শর্তের মধ্যে স্থাপন করা যা নিরাময় লাভে অতীব সহায়ক, তা বিশ্বাসে অস্বীকার নয়। ঈশ্বর তা আমাদের ক্ষমতাধীন রেখেছেন, যেন আমরা জীবনের ব্যবস্থার জ্ঞান লাভ করতে পারি। এই জ্ঞান আমাদের ব্যবহারের জন্য আমাদের হাতের নাগালে রাখা হয়েছে। স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য আপনাদের এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সম্ভাব্য প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে, প্রকৃতির নিয়মের সঙ্গে ঐক্যে কাজ করতে হবে। যখন আমরা পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনা করেছি, তখন আমরা আরও অধিক শক্তির সাথে কাজ করতে পারি, এবং ঈশ্বরের ধন্যবাদ করি যে, তাঁর সঙ্গে আমাদের সহযোগিতা করবার সুযোগ রয়েছে, এবং তিনি আমাদের যে সম্পদ দিয়েছেন তার ওপরে আশীর্বাদ যাচ্ঞা করছি। MHBen 215.2

নিরাময় দানকারী প্রতিনিধিদের ব্যবহার করার জন্য আমাদের কাছে ঈশ্বরের বাক্যের বিধান রয়েছে। ইস্রায়েলের রাজা হিষ্কিয় অসুস্থ ছিলেন এবং ঈশ্বরের ভাববাদী তার কাছে এই বার্তা নিয়ে এলেন যে, তার মৃত্যু হবে। তিনি সদাপ্রভুর কাছে ক্রন্দন করলেন, আর সদাপ্রভু তাঁর দাসের ক্রন্দন শ্রবণ করলেন, এবং তার কাছে একটা বার্তা পাঠালেন যে, তার আয়ু ১৫ বছর বৃদ্ধি করলেন। এখন ঈশ্বরের নিকট থেকে একটি বাক্য তৎক্ষণাৎ যিহিষ্কেলকে সুস্থতা দান করল; কিন্তু বিশ্বাস প্রদান করা হয়েছিল। “ডুমুর ফলের চাপ লইয়া ছেঁচিয়া স্ফোটকের উপরে দেওয়া হউক, তাহাতে তিনি বাঁচিবেন।”(যিশাইয় ৩৮:২১)। MHBen 216.1

একবার খ্রীষ্ট একজন অন্ধ ব্যক্তির চক্ষে কাঁদা লেপন করে বলেছিলেন, “শীলোহ সরোবরে যাও, ধুইয়া ফেল; ...তখন সে গিয়া ধুইয়া ফেলিল, এবং দেখিতে দেখিতে আসিল।”(যোহন ৯:৭) নিরাময় কেবলমাত্র মহান্ আরোগ্যকারী দ্বারা সাধন করা সম্ভব,” তথাপি খ্রীষ্ট প্রকৃতির সাধারণ প্রতিনিধিদের ব্যবহার করেছিলেন। খ্রীষ্ট রোগ নিরাময় কার্যে কোন নকল প্রতিরোধক ব্যবহার করেন নি, তিনি সাদাসিধে এবং প্রাকৃতিক নিরাময় দানকারী উপকরণ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আমরা যখন পীড়িত ব্যক্তির সুস্থতা লাভের জন্য প্রার্থনা করেছি, তখন আইসুন, আমরা ঈশ্বরে বিশ্বাস না হারাই। যদি কোন আত্মিয়ের মৃত্যু শোক সভায় যোগদানের অনুরোধ জানানো হয়, তবে আমাদের ঐ তিক্ত অভিজ্ঞতার সহভাগি হওয়া উচিত, এবং স্মরণে রাখি যে, পিতার হস্ত ওটা আমাদের ওষ্ঠদ্বয়ের ওপরে ধরে রাখেন। কিন্তু যদি স্বাস্থ্য পুনরুদ্বার করা হয়, তবে এটা ভুলে গেলে চলবে না যে, নিরাময় দানকারী অনুগ্রহ গ্রহণ, সৃষ্টিকর্তার প্রতি নবায়িত কর্তব্য দায়িত্বাধীন রাখা হয়। যখন দশজন কুষ্ঠী শুচী হয়েছিল, তখন কেবলমাত্র একজন এসেছিল যীশুর সঙ্গে সাক্ষাত করতে। আমরা যেন নয়জন অকৃজ্ঞতা ব্যক্তিদের মত না হই। যাদের অন্তঃকরণ ঈশ্বরের অনুগ্রহ ছাড়া স্পর্শ হয় নি। “সমস্ত উত্তম দান, এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোর্তিগণের পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে স্থানান্তর কিম্বা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না।”(যাকোব ১:১৭)। MHBen 216.2

*****