Go to full page →

আদর্শ ফ্যাশান MHBen 268

ক্লান্তি, অবিশ্রাম, অসুস্থতা এবং দুর্ভাগ্য-এর সঙ্গে কি-ই না এক তুলনামূলক ক্সবষম্য রয়েছে যা ফ্যাশন্ বা ক্রেতার নিয়মের ফলশ্রæতি! শাস্ত্রে প্রদত্ত নিয়মাবলির সঙ্গে কিরূপই না অসঙ্গতি যা ক্রেতা বা ফ্যাশান পোশাকের প্রচলিত ঢঙ বর্ণনা করে! সেই সব স্টাইলের কথা চিন্তাকরুন কয়েক শত বছর বা, এমনকি অতীতের কয়েক দশক পর্যন্তবিরাজ করেছিল। তাদের কতগুলো, যখন আদর্শ ফ্যশানের মধ্যে নেই, অশালীন বলে ঘোষণা দেয়া হবে; কত মহিলারা একটি বিশোধিত হবার অনুপযুক্ত, ঈশ্বর ভয়শীলা নয়, আত্ম-সম্মান বোধহীন মহিলা বলে পরিচিতা হবে। MHBen 268.3

ফ্যাশ্নের খাতিরে সাজ-সজ্জা পরিবর্তন ঈশ্বরের বাক্য কর্তৃক অনুমোদিত নয়। স্টাইল পরিবর্তন এবং উৎপাদন, ব্যয় বহুল অলঙ্কার, সময় এবং সম্পদের অপচয় ঘটায়, এবং মন ও আত্মার শক্তির অপচয় ঘটায়। ঐগুলো মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর ওপরে একটা ভারী বোঝা চাপিয়ে দেয়। অনেকে, যারা কোন মতে তাদের জীবিকা অর্জন করে, এবং যারা সাদা-সিধে বেশভূষায় চলা ফেরা করে, তারা বাধ্য হয় দর্জির কাছে গিয়ে তাদের রুচিসম্মত পোশাক ক্সতরী করতে। অনেক দরিদ্র মেয়ে, জাঁকাল পোশাক ক্সতরী করতে গিয়ে তাদের নিজেদের শরীরের নিম্নাঙ্গের উষ্ণ অন্তর্বাস (underware) থেকে বঞ্চিত হয়েছে, এবং তার জীবনের মূল্য দিয়েছে। অন্যান্য অনেকে, বাহ্যাড়ম্বর এবং ধনী লোকদের বিলাসী বেশভূষার লোভে অসাধুতা এবং লজ্জাষ্কর পথে চালিত হয়েছে। অনেকে গৃহের আরাম-আয়েশ থেকে বঞ্চিত হয়েছে, বহু সংখ্যক লোক, স্ত্রী এবং সন্তান-সন্ততিদের ব্যয়বহুল দাবি-দাওয়া মেটাতে গিয়ে দেউলিয়া সেজেছে। MHBen 268.4

অনেক স্ত্রী লোক ফ্যাশানের চাহিদা মোতাবেক তাদের এবং তাদের সন্তানদের জন্য জাঁকজমকপূর্ণ পোশাক প্রস্তুত করতে বাধ্য হয়, তারা এক ঘেঁয়ে খাটুনির ক্রীতদাস হয়ে পড়ে। বহু সংখ্যক মা স্পন্দিত শিরা উপশিরা এবং কম্পিত অঙ্গুলি দ্বারা গভীর রাত পর্যন্তপরিশ্রম করেন যেন তারা তাদের সন্তান-সন্ততিদের পোশাকে হাতের কাজ করে চাকচিক্যময় করে তুলতে পারেন, যা স্বাস্থ্য, আরাম-আয়েশ বা প্রকৃত সৌন্দর্য দান করে না। ফ্যাশানের খাতিরে মা তার স্বাস্থ্য এবং আত্মার নীরবতা জলাঞ্জলী দেন যা তার সন্তান-সন্ততিদের যথার্থ পরিচালনা দানে অপরিহার্য। মন এবং হৃদয়ের কৃষ্টি অবহেলিত হয়। জীবন খর্ব হয়। MHBen 269.1

মায়ের শারীরিক উন্নয়নের নীতিমালা অধ্যয়নের সময় নেই, যাতে করে তিনি জানতে পারেন কিভাবে তার সন্তানদের স্বাস্থ্যের যত্ন নিতে হয়। তাদের মানসিক এবং আত্মিক চাহিদাসমূহের প্রতি মনোযোগ প্রদানের সময় তাদের নেই, তাদের সামান্য নিরুৎসাহ এবং পরীক্ষায় সহানুভূতি প্রদর্শনের সময়টুকু নেই বা তাদের আগ্রহ এবং ই‪ছা সহভাগের সময় নেই। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 269.2

তারা পৃথিবীতে আসা মাত্রই যেন শিশুরা ফ্যাশানের প্রভাবের দাস হয়ে পড়ে। তারা তাদের ত্রাণকর্তা অপেক্ষা বরং পোশাক আশাকের কথা বেশী শুনে থাকে। তারা লক্ষ্য করেছে যে, তাদের মায়েরা বাইবেল অপেক্ষা ফ্যাশানের আলাপে বেশী মসগুল থাকেন। চরিত্র গঠন অপেক্ষা পোশাকের প্রতি মহা গুরুত্ব আরোপ করা হয়। পিতা মাতা এবং সন্তানসন্ততিদের পক্ষে যা জীবনের পক্ষে সর্বোত্তম এবং সুমধুর এবং সত্য, তা থেকে তারা বঞ্চিত হ‪চ্ছে। ফ্যাশানের উদ্দেশে তারা ভাবী জীবনের জন্য একটা প্রস্তুতি থেকে বঞ্চিত হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 269.3