Go to full page →

দৃষ্টান্তের মাধ্যমে একটা শিক্ষা MHBen 328

গৃহের উদ্দেশ্য গৃহের সভ্যদের বাইরেও বিস্তৃত। খ্রীষ্টিয় পরিবার হবে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাস্থল, যা জীবনের প্রকৃত নীতিমালার উত্তমতার বর্ণনা করে। এরূপ একটা দৃষ্টান্ত হবে পৃথিবীতে উত্তমের পক্ষে একটা শক্তি। যে কোন বক্তৃতা অপেক্ষা অধিক শক্তিশালী মানব হৃদয় এবং জীবনে একটা প্রকৃত গৃহের প্রভাব। যেমন এরূপ একটা গৃহ বা পরিবার থেকে যুবক-যুবতী বাইরে যায়, তখন তারা শিক্ষা লাভ করে তা তারা সহভাগ করে। জীবনের শ্রেষ্ঠতর নীতিমালা অন্যান্য গৃহে সূচিত হয় এবং সমাজে একটা উন্নত প্রভাব কাজ করে। MHBen 328.4