Go to full page →

জীবনের সুবর্ণ সুযোগ সমূহ MHBen 331

এই স্থা নে আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা এই বিশ্বের মধ্য দিয়ে একবার অতিক্রম করব; অতিক্রমকালে, আইসুন আমরা জীবনের সদ্বব্যবহার করি। যে কাজের জন্য আমাদের আহŸান করা হয়েছে তাতে সম্পদ বা ঐশ্বর্যের, সামাজিক পদ অথবা মহা দক্ষতার আবশ্যক নেই। প্রয়োজন কেবল একটা দয়ার আত্ম-ত্যাগের আত্মা এবং একটা অটল উদ্দেশ্য। একটা প্রদীপ সে যতই ছোট হোক, তা যদি স্থিরভাবে জ্বলতে থাকে, তবে হয় অন্যান্য আলো জ্বলবার মাধ্যম হতে পারে। আমাদের প্রভাবের ব্যাপকতা সংকীর্ণ হতে পারে, আমাদের দক্ষতা অল্প হতে পারে, আমাদের সুযোগ সুবিধা অল্প হতে পারে, আমাদের করণীয় সীমিত হতে পারে; তথাপি আমাদের নিজেদের গৃহের সুযোগ সুবিধার একটা বিশ্বস্ত ব্যবহারের মাধ্যমে সুযোগ সুবিধা আমাদের। যদি আমরা আমাদের অন্তঃকরণ এবং গৃহ জীবনের ঐশ্বরিক নীতির প্রতি উন্মুক্ত রাখি, তবে আমরা জীবন দায়ী শক্তির স্রোতের নিমিত্ত প্রশস্ত প্রণালী স্বরূপ হতে পারব। আমাদের গৃহ থেকে আরোগ্যদায়ক স্রোত প্রবাহিত হবে, জীবন, মাধুর্য এবং উর্বরতা, ফলোৎপাদনকারীতা আনয়ন করবে, যেখানে এখন অনুর্বরতা এবং ধুলোবালি রয়েছে। MHBen 331.1

*****