Go to full page →

শিশু প্রশিক্ষণে পিতা-মাতার সুযোগ MHBen 352

সেই সব পিতামাতারাই সুখী যাদের জীবন প্রকৃত স্বর্গীয় গুণাগুণ প্রতিফলিত করেন, যাতে শিশুদের মধ্যে ঈশ্বরের প্রতিজ্ঞামালা এবং আজ্ঞাসমূহের প্রতি তাদের কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জাগ্রত হয়; পিতামাতা, যাদের কোমলতা ও ন্যায়বিচার এবং দীর্ঘসহিষ্ণুতা শিশুদের কাছে ঈশ্বরের প্রেম, ন্যায়পরায়ণতা এবং দীর্ঘসহিষ্ণুতা ব্যাখ্যা করে; যারা শিশুদের ভালবাসে। বিশ্বাস করতে এবং বাধ্য হতে শিক্ষা দেয়, তারা স্বর্গের পিতাকে ভালবাসতে, বিশ্বাস করতে এবং তাঁর প্রতি বাধ্য থাকতে তাদের শিক্ষা দি‪চ্ছে। পিতামাতা, যারা সন্তানকে সর্বযুগের সকল সম্পদ থেকে অধিকতর মূল্যবান সম্পদ হিসেবে দেখেন- সম্পদটি চিরদিনের জন্য স্থায়ী হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 352.3

ছেলেমেয়েদের প্রতি যত্ন বান হওয়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে প্রত্যেক মা পবিত্র দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। “এই পুত্র, এই কন্যাকে লও,” তিনি (ঈশ্বর) বলেন, ! “এদের আমার উদ্দেশে শিক্ষা দেও; এদের চরিত্র ঘষে-মেজে রাজপ্রাসাদের মত কর, যাতে তারা প্রভুর দরবারে চিরদিনের জন্য ঝলমলে উজ্জ্বল আলো দান করতে পারে।” MHBen 352.4

মায়ের কাজকে প্রায়শই গুরুত্বহীন বলে মনে হয়। এটা এমন একটা কাজ যে কাজের জন্য কদাচিৎ প্রশংসা পেয়ে থাকেন। তার বহু যত্ন এবং দায়দায়িত্ব সম্পর্কে অন্যেরা জানে না বললেই চলে। দিনগুলো তার বহু ছোট ছোট কর্তব্যে পরিপূর্ণ থাকে, সবাই তাকে বিরামহীন উদ্যমী দেখতে চায়, আত্ম-নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন দেখতে চায়। নিরীহ দেখতে চায়, বুদ্ধিমতী দেখতে চায় এবং তার মধ্যে আত্মোৎসর্গী প্রেম দেখতে চায়; তথাপি তিনি তার মহৎ কাজের জন্য অহংকার করতে পারেন না। তিনি শুধুমাত্র ঘরের সব কিছুর যথাযথ অবস্থা বজায় রাখেন; প্রায়ই ক্লান্তিকর এবং হতবুদ্ধিকর অবস্থায় ও ছেলেমেয়েদের সঙ্গে তাদের ব্যস্ত ও সুখী রাখার জন্য এবং ছোট ছোট কোমল পদক্ষেপগুলোকে সঠিক পথে দিক নির্দেশনা দেবার জন্য সহজভাবে কথা বলতে হয়। তিনি মনে করেন তিনি তেমন কিছুই করতে পারেন নি। তবে এটা তেমন কিছু না। দুর্ভাবনা পীড়িত মায়ের প্রতি স্বর্গীয় দূতগণ লক্ষ্য রাখেন, দিনে দিনে তিনি (মা) কেমন বোঝা বহন করেন। তার নাম হয়তো বিশ্বের কেউ শুনবেন না, তবে তার নাম মেষশাবকের (যীশু খ্রীষ্টের) জীবন পুস্তকে লেখা থাকবে। MHBen 353.1