Go to full page →

মেলামেশার প্রভাব MHBen 378

ঈশ্বরের বাক্য মেলামেশার প্রভাবের ওপরে মহা প্রভাব রাখতে পারে, এমন কি নর-নারীর ওপরেও। শিশু এবং যুবকদের মন এবং চরিত্র গঠনের ওপরে এর শক্তি কতই না অধিক। যে দল তারা লালন করে, যে নীতি মালা তারা অবলম্বন করে, যে অভ্যাস তারা গঠন করে, সে সবই তাদের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ, চিরস্থায়ী স্বার্থের প্রশ্নের ব্যবহারিকতার প্রশ্ন নিশ্চিত করবে। MHBen 378.1

এটা একটা ভয়াবহ, ব্যাপার এবং এমন কিছু যা পিতা মাতার অন্তঃকরণ কাঁপিয়ে তুলবে, যা অনেকানেক বিদ্যালয়ে এবং কলেজে যেখানে যুবক যুবতীদেরকে মানসিক অনুশীলন এবং শাসনের জন্য প্রেরণ করা হয়, প্রভাব সমূহ শক্তিশালী হয় যা চরিত্রকে বিকৃত করে, জীবনের প্রকৃত লক্ষ্য থেকে মনকে পথভ্রষ্ট করে, এবং ক্সনতিকতাকে নামিয়ে দেয়। ধর্মহীন, আমোদপ্রিয় এবং ভ্রষ্ট লোকদের সাহচর্যে অনেক অনেক যুবক যুবতী সরলতা ও বিশুদ্ধতা, ঈশ্বরে বিশ্বাস ও আত্মত্যাগের মনোভাব হারিয়ে ফেলে, যা আত্মোর্গী খ্রীষ্টান পিতামাতাগণ শিক্ষা ও একান্ত প্রার্থনা দ্বারা লালন এবং পোষণ করে রেখেছেন। MHBen 378.2

অনেকে যারা নিঃস্বার্থ পরিচর্যার কোন ক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলার উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে, তারা জাগতিক বিষয়ের অধ্যয়নের মাঝে নিঃশোধিত হয়ে যায়। ছাত্রবৃত্তিতে বিশেষ উপাধি অর্জনের এক উচ্চ আশা জাগে যদ্বারা পৃথিবীতে একটা পদ এবং সম্মান লাভ করতে পারে। যে উদ্দেশ্যে তারা বিদ্যালয়ে প্রবেশ করে তা থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, এবং জীবন স্বার্থপর এবং জাগতিক পেশায় ঝুঁকে পড়ে। আর প্রায়ই এমন অভ্যাস গঠিত হয় যা ইহ জীবন এবং পরকালের জীবনকে ধ্বংস করে। MHBen 378.3

নর ও নারীগণ যাদের বিস্তৃত ধারণা, নিঃস্বার্থ উদ্দেশ্য, মহৎ, উ‪চাকা‫ক্ষা রয়েছে, তারা সেই ব্যক্তি, যাদের মধ্যে এই সকল চারিত্রিক বৈশিষ্ট্য গঠিত হয়েছিল তাদের ছোটবেলার বছরগুলোর মেলামেশার দ্বারা। ইস্রায়েলের সাথে তাঁর সব লেনদেনের মধ্যে, ঈশ্বর তাদেরকে তাদের সন্তান-সন্ততিদের মেলামেশার প্রতি খবরদারি করবার গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। অযাজকীয়, ধর্মীয়, এবং সামাজিক জীবনের লক্ষ্য ছিল এইরূপ যে, কোন ক্ষতিকর বন্ধুত্ব সম্পর্ক থেকে রক্ষা করতে হবে, এবং তাদেরকে তাদের প্রাথমিক বছরগুলোতে দশ আজ্ঞা এবং ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে হবে। জাতির জন্মলগ্নে হাতে কলমে শিক্ষা দেয়া হয়েছিল যা এমন প্রকৃতির ছিল যা প্রত্যেকের অন্তঃকরণ গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। শেষ ভয়াবহ বিচারের পূর্বে মিস্রীয়দের ওপরে প্রথম-জাতের মৃত্যু উপস্থিত হল, যেন তাঁর প্রজারা তাদের সন্তানসন্ততিদের তাদের নিজেদের গৃহে একত্রিত করে। প্রত্যেক গৃহের বাজু রক্ত দ্বারা চিহ্নিতকরা হয়েছিল এবং এটা ছিল তাদের সুরক্ষার নিশ্চয়তা যা সকলকে মেনে চলতে হয়েছিল। ‬‬‬‬‬‬ সুতরাং আজ যে সব পিতা মাতা ঈশ্বরকে প্রেম করে এবং ভয় করে, তারা তাদের সন্তানদের “নিয়মের বন্ধনে” আবদ্ধ রাখবে- খ্রীষ্টের মুক্তিদানকারী রক্তের মাধ্যমে ঐসকল পবিত্র প্রভাব সমূহের মধ্যে নিরাপত্তা সম্ভব করা হয়েছিল। MHBen 379.1