Go to full page →

প্রকৃতির নিয়মাবলী সমূহ, ঈশ্বরের ভৃত্যবৃন্দ MHBen 392

অবিরত ঈশ্বর তাঁর সৃষ্ট বস্তুগুলোকে তাঁর ভৃত্যের ন্যায় সমর্থন দিতে ও ব্যবহার করতে নিয়োজিত আছেন। তিনি প্রকৃতির নিয়মাবলীসমূহকে তাঁর যন্ত্রের ন্যায় ব্যবহার করে ওদের মাধ্যমে কার্য করেন। তারা স্বংয়ক্রিয় না। প্রকৃতি তার কাজে একজন সত্ত্বার বুদ্ধিমত্তাসম্পন্ন উপস্থিতি এবং সক্রিয় কর্তার বিষয় ঘোষণা করে যিনি সকল বস্তুকে তাঁর ই‪ছানুযায়ী চালান। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 392.2

“অনন্তকালের নিমিত্ত, হে সদাপ্রভু,
তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত।
তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী;
তুমি পৃথিবীকে স্থাপন করিয়াছ,
তাহা স্থির রহিয়াছে।
অদ্যাপি তোমার শাসনানুসারে সকলই স্থির রহিয়াছে,
কেননা সমস্তই তোমার দাস।” MHBen 392.3

(গীত ১১৯:৮৯-৯১)।

“সদাপ্রভু যাহা ই‪ছা করিয়াছেন,
‬‬‬ তাহাই করিয়াছেন, আকাশে, পৃথিবীতে, সমুদ্র সমূহে ও
সমস্ত জলধি-মধ্যে করিয়াছেন।” MHBen 393.1

(গীত ১৩৫:৬)।

“তিনি আজ্ঞা করিলেন, আর ইহারা সৃষ্ট হইল;
তিনি চিরকালের জন্য তাহাদিগকে স্থাপন করিয়াছেন,
তিনি এক বিধি দিয়াছেন, কেহ তাহা ল‫ঘন করিবে না।”;‬ MHBen 393.2

(গীত ১৪৮:৫,৬)।

বছরের পর বছর পৃথিবী যে তার উদারতার সাথে উৎপন্ন করে এবং সূর্যের চারদিকে অবিরত পরিভ্রমণ করে, এটা তার সহজাত ক্ষমতার বলে না। সেই অসীম ঈশ্বরের হস্তই এই গ্রহকে দিক নির্দেশনা দিতে অবিরামভাবে কার্যে রত আছেন। যা পৃথিবীকে তার ঘূর্ণনে স্থাপন করেছেন, তা ঈশ্বরের ক্ষমতারই অবিরাম অনুশীলন। যাঁর কারণে সূর্য আকাশে ওঠে, তিনিই ঈশ্বর তিনিই আকাশের বাতায়ন সকল উন্মুক্ত করে বৃষ্টি বর্ষাণ। MHBen 393.3

“তিনি মেষলোমের সদৃশ তুষার দেন;
তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।” MHBen 393.4

(গীত ১৪৭:১৬)।

“তিনি রব ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়,
তিনি পৃথিবীর প্রাপ্ত হইতে বাস্প উত্থাপন করেন;
তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন,
তিনি আপন ভান্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন।” MHBen 393.5

(যিরমিয় ১০:১৩)।

যা শস্য/উদ্ভিদ সমূহকে জন্মলাভে এবং বৃদ্ধি পেতে, প্রতিটা পাতাকে গজাতে, প্রতিটি ফুলকে ফুটতে, প্রতিটি ফলকে পাকতে সাহায্য করছেন, তা তাঁরই ক্ষমতার বলে। MHBen 393.6

মানব দেহরূপ যন্ত্রের গঠন সম্পূর্ণ বোধগম্য না; এটা এমন রহস্য উপস্থাপন করে যা সর্বাপেক্ষা বুদ্ধিমানকেও হতবুদ্ধি করে। নাড়ির স্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস, এইগুলো কোন যন্ত্রের গঠনপ্রণালীর ফলে না, যা একবার চালু করে দিলেই এর কাজ চলতে থাকবে। আমরা প্রভুতেই জীবন ধারণ করি চলাচল করি আর আমাদের অস্তিত্ব¡ লাভ করি। স্পন্দনশীল হৃদয়, নাড়ির স্পন্দন, সজীব দেহের প্রতিটি স্নায়ু এবং মাংসপেশী একজন চিরন্তন ঈশ্বরের ক্ষমতা দ্বারা শৃ‫খলায় রাখা হয় এবং সক্রিয় রাখা হয়। ‬ MHBen 394.1