Go to full page →

সর্বোৎকৃষ্ট গ্রন্থসমূহ: MHBen 424

কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার যুবক যুবতী তাদের জীবনের সর্বোৎকৃষ্ট বছরগুলোর বেশীর ভাগ সময় গ্রীক এবং ল্যাটিন অধ্যয়ন করে সময় কাটায়। আর যখন তারা এই সকল অধ্যয়নে নিয়োজিত থাকে, তখন মন এবং চরিত্র পৌত্তলিক সাহিত্যের মন্দমত এবং অনুভূতি দ্বারা গঠিত হয়; আর এসব অধ্যয়ন সাধারণতঃ কেবল ভাষা সমূহের ওপরই কৃতিত্ব অর্জনে সাহায্য করে থাকে। MHBen 424.1

যারা সর্বোৎকৃষ্ট গ্রন্থগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তারা এই কথা ঘোষণা করে যে “গ্রীক দুঃখদায়ক ঘটনাবলী অজাচার, নরহত্যা, কামাসক্তি এবং প্রতিশোধপূর্ণ দেবতাদের প্রতি বলিদানে পরিপূর্ণ।” জগতের পক্ষে সবচেয়ে ভাল হবে এহেন উৎস থেকে অর্জিত শিক্ষা বর্জন করা। “কেহ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়া চলে, তবে তাহার পদতল কি পুড়িয়া যাইবে না?” (হিতোপদেশ ৬:২৮)। অশুচি হতে শুচির উৎপত্তি কে করতে পারে? একজনও পারে না। তাহলে আমরা কি আশা করতে পারি যুবক যুবতীদের চরিত্র, ঈশ্বরের ব্যবস্থার নীতিমালা যারা অগ্রাহ্য করে তাদের শিক্ষা দ্বারা তাদের শিক্ষা গঠিত হতে পারে? MHBen 424.2

আত্মসংযম বর্জন, অসাবধান আমোদপ্রমোদ, লাম্পট্য এবং পাপ ইত্যাদির মধ্যে প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা এমন কিছু অনুকরণ করছে, যা তাদের মনের সম্মুখে এই সব অধ্যয়নের দ্বার রাখা হয়। একটা পেশা বা ব্যবসা রয়েছে যেখানে গ্রীক এবং ল্যাটিন ভাষার আবশ্যকতা রয়েছে। কারো কারো এই সব ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এই সকলের জ্ঞান যা বাস্তব প্রয়োগে অপরিহার্য, যা সাহিত্য অধ্যয়ন ছাড়াই লাভ করা যায়, যা ভ্রষ্ট এবং ভ্রষ্টকারী। MHBen 424.3

আর গ্রীক এবং ল্যাটিন ভাষার একটা জ্ঞান অনেকের প্রয়োজন নেই। নির্জীব ভাষার অধ্যয়ন হবে ঐসব বিষয়ের তুলনায় অপ্রধান বা দ্বিতীয় স্থানের যা দেহ ও মনের শক্তির যথার্থ ব্যবহার শিক্ষা দেয়। ছাত্র ছাত্রীদের পক্ষে নির্জীব ভাষা অথবা ঐ জাতীয় যে কোন লাইনের পুস্তকাদীর জ্ঞান অর্জনে সময় যাপন মুর্খতার পরিচয় এবং জীবনের বাস্তব দায়িত্ব সমূহের একটা প্রশিক্ষণের প্রতি অবহেলা প্রদর্শন। MHBen 424.4

ছাত্র ছাত্রীরা স্কুল পরিত্যাগের সময় সঙ্গে করে কি নিয়ে যায়? তারা কোথায় যা‪চ্ছে? তারা কি করবে? তাদের এমন কি জ্ঞান রয়েছে যা তারা অন্যদের দিতে সমর্থ? তারা কি উপযুক্ত বাবা ও মা হবার শিক্ষা পেয়েছে? তারা কি জ্ঞানবান প্রশিক্ষকরূপে একটা পরিবারের মস্তকরূপে দাঁড়াতে পারবে? সুখ্যাতি লাভের একমাত্র শিক্ষা যা যুবকযুবতীদের খ্রীষ্ট তুল্য হবার পথে পরিচালিত করে যা তাদেরকে জীবনের দায়িত্ব বহনের উপযুক্ত করে, তাদের পরিবারের মস্তকরূপে দন্ডায়মান হতে পারবে। এরূপ একটা শিক্ষা, পৌত্তলিক পুস্তক সমূহ অধ্যয়নের দ্বারা লাভ হয় না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 425.1