Go to full page →

উচ্চশ্রেণীর গল্প MHBen 426

অনেক গল্প রয়েছে যে গুলো লেখা হয়েছে সত্য শিক্ষা দেবার জন্য অথবা কিছু বড় রকমের পাপ বা মন্দতা প্রকাশ করার জন্য। এসবের কিছু কিছু ভালই কাজ সম্পন্ন করেছে। তথাপি ঐ সকল অবর্ণনীয় ক্ষতি সাধন করেছে। ঐগুলোর মধ্যে এমন সব উক্তি রয়েছে যা উন্নততর মানের বলে লেখা চিত্রে দেখানো হয়েছে যা কল্পনাকে উত্তেজিত করে তোলে এবং চিন্তাকে উ‪চ করে যা বিপদপূর্ণ বিশেষ করে যুবক যুবতীদের কাছে। বর্ণিত দৃশ্যাবলী যা পুনঃ পুনঃ তাদের চিন্তারাশির মধ্যে টিকে ছিল। এ ধরণের গল্প পাঠ কার্যকারিতার জন্য মনকে অনুপযুক্ত করে তোলে, এবং আত্মিক ব্যবহারের জন্য অনুপযোগি করে এটা বাইবেলের প্রতি আগ্রহ নষ্ট করে। চিন্তারাশির মধ্যে স্বর্গীয় বিষয় সমূহ স্থান করে নিতে পারে না। মন যেমন অপবিত্রতার দৃশ্যাবলির ওপরে অবস্থান নেয়, তখন যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং যার শেষ ধাপ পাপ।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 426.3

এমন কি কোন কোন গল্পের মধ্যে অপবিত্রতার কিছু দৃষ্ট হয় না, যা হয়ত অতি চমৎকার নীতিমালা শিক্ষা দেয় তাও ক্ষতিকর। এটা দ্রুত এবং অগভীর, ভাসা ভাসা পাঠের অভ্যাসকে উৎসাহিত করে, যা কেবল গল্পের খাতিরে লেখা হয়। এরূপে এটা সম্পর্কযুক্ত জীবন্ত চিন্তাধ্বংস করার দিকে পরিচালিত করে; আত্মাকে বক্তব্য এবং লক্ষ্যের মহা সমস্যা নিয়ে চিন্তাকরতে অনুপযুক্ত করে। MHBen 426.4

আমোদ-প্রমোদ পোষণ, গল্প পাঠ, জীবনের বাস্তব এবং ব্যবহারিক কর্তব্যসমূহের প্রতি একটা বিশ্বাস সৃষ্টি করে। এর শক্তির মাধ্যমে, এটা পুনঃ পুনঃ মানসিক এবং শারীরিক অসুস্থতার একটা কারণ। অনেক শোচনীয়, অবহেলিত পরিবার, অনেক জীবনব্যাপি দুর্বল, অনেক মাতালদের আশ্রয়স্থান, বা উপন্যাস পাঠের অভ্যাসের মাধ্যমে এরূপ হয়েছে। MHBen 427.1

প্রায়ই সজোর অনুরোধ করা হয় যে, যুবকযুবতীদেরকে কামোদ্দীপক বা মূল্যহীন পত্র পত্রিকা থেকে জয় করতে হলে, তাদের হাতে একটা উন্নত মানের গল্প তুলে দিতে হবে। এটা তাদেরকে মদ বা চরস সামান্য উত্তেজক যেমন মদ, বিয়ার বা সিডার ইত্যাদির পরিবর্তে কিছু দেয়ার চেষ্টা। এ সবের ব্যবহার অবিরত আরো কড়া উত্তেজক কিছুর জন্য ক্ষুধা বৃদ্ধি করবে। নেশাগ্রস্ত করার একমাত্র নিরাপত্তা এবং মিতাচার ব্যক্তির জন্য একমাত্র রক্ষাকবচ পূর্ণ মিতাচার। কেননা গল্প প্রিয় ব্যক্তির জন্য একই নিয়ম সত্য। পূর্ণ মিতাচারই তার একমাত্র নিরাপত্তা। MHBen 427.2