Go to full page →

বিজ্ঞানে প্রভুত্ব অর্জন করতে হবে MHBen 435

খ্রীষ্ট ধর্মের একটা বিজ্ঞান রয়েছে, যার ওপরে প্রভুত্ব অর্জন করতে হবে; একটা বিজ্ঞান, যেমন গভীর প্রসার যা যে কোন মানব বিজ্ঞান অপেক্ষা উ‪চতর, পৃথিবী হ‪চ্ছে উ‪চ্চতর। মনকে সুশৃ‫খল, শিক্ষিত, প্রশিক্ষিত রাখতে হবে; কেননা আমাদের এমনভাবে ঈশ্বরের সেবা করতে হবে, যা জন্মগত প্রকৃতির সঙ্গে সমন্বয় রক্ষা করে। মন্দের প্রতি বংশগত এবং সুরুচিসম্পন্ন ই‪ছার ওপরে বিজয়ী হতে হবে। প্রায়ই সারা জীবনের শিক্ষা এবং প্রশিক্ষণ প্রত্যাখ্যান করতে হবে, যেন একজন ব্যক্তি যীশুর বিদ্যালয়ে শিক্ষার্থী হতে পারে। আমাদের অন্তঃকরণকে ঈশ্বরের স্থির সংকল্প হতে হবে। আমাদের চিন্তার অভ্যাসকে এমনভাবে বাড়াতে হবে যা আমাদেরকে প্রলোভন প্রতিরোধ করতে সমর্থ করবে। আমাদের ঊর্ধ্ব দৃষ্টি করতে শিক্ষা করতে হবে। ঈশ্বরের বাক্যের নীতিমালা, যে নীতিমালা যা স্বর্গসম উ‪চ্চ, এবং যা অনন্তকাল অতিক্রম করে, আমাদের দৈনন্দিন জীবনের ওপরে তাদের সঙ্গে সমন্বয় রেখে বুঝতে হবে। প্রতিটি কাজ, প্রতিটি বাক্য, প্রতিটি চিন্তাএই সব নীতিমালার সঙ্গে সমন্বয় রক্ষা করতে হবে। সকলই ঐক্যে খ্রীষ্টের বশীভূত এবং খ্রীষ্টের অধীন রাখতে হবে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 435.4

পবিত্র আত্মার অনুগ্রহ এক মুহূর্তে প্রকাশ পায় না। সাহস, ধৈর্য, নম্রতা, বিশ্বাস, ঈশ্বরের উদ্ধারকারী শক্তিতে নির্ভর, বহু বছরের অভিজ্ঞতায় লাভ হয়। একটা পবিত্র জীবনের কর্ম প্রচেষ্টা এবং ন্যায়ের প্রতি দৃঢ় আনুগত্য দ্বারা ঈশ্বরের সন্তানরা তাদের ভবিষ্যৎ মুদ্রাঙ্কিত করবে। MHBen 436.1