Go to full page →

খ্রীষ্টই প্রকৃত জ্ঞানের উৎসমুল MHBen 438

মনোযোগ আকর্ষণকারী শত আলোচ্য বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। সময় অপচয়কারী অনেক বিষয় রয়েছে এবং জানবার ই‪চ্ছে জাগরুক করে, কিন্তু তার শেষ কিছুই না। সর্বো‪চ আগ্রহসমূহ নিবিড় মনোযোগ এবং শক্তি দাবি করে, যা প্রায়ই তুলনামূলকভাবে ক্সবশিষ্ট্যমূলক বিষয়কে প্রদান করে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 438.2

নতুন তত্তসমূহ গ্রহণ আত্মার নিকটে নতুন জীবন আনয়ন করে না। এমনকি তথ্য এবং তত্তের মাঝে পরিচিত হওয়া, যেগুলো গুরুত্বপূর্ণ যা বাস্তব ক্ষেত্রে ব্যবহার না করলে যার মূল্য যৎসামান্য। দায়িত্ব উপলব্ধি করতে হবে যে, আমাদের আত্মাকে এমন খাদ্য দিতে হবে যা আমাদের আত্মিক জীবনকে সঞ্জীবিত করবে। MHBen 438.3

“প্রজ্ঞার দিকে কর্ণপাত কর, বুদ্ধির জন্য উ‪চ্চঃস্বর কর;
‬‬‬ রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর; গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান
কর; তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পরিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত
হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,
তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। অতএব তুমি ধার্ম্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ
বুঝিবে। পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, MHBen 438.4

বুদ্ধি তোমাকে রক্ষা করিবে; (হিতোপদেশ ২:২-১১।)

“যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহাদের কাছে তাহা জীবনবৃক্ষ;
যে কেহ তাহা গ্রহণ করে, সে ধন্য। MHBen 439.1

(হিতোপদেশ ৩:১৮।)

আমাদের আলোচনার প্রশ্নটি, “সত্য কি, যে সত্য আশা পোষণ করতে হবে, ভাল বানাতে হবে সমাদর করতে হবে এবং আজ্ঞাবহ হতে হবে?” বিজ্ঞানের ভক্তজনেরা ঈশ্বরকে খুঁজে পাবার প্রচেষ্টায় পরাজিত হয়েছে এবং ভগ্নোদ্যম হয়েছে। এ সময়ে তাদের যে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, তাহল, “সত্য কি যাহা আমাদের আত্মার মুক্তির অর্জনে আমাদের সক্ষম করবে?” MHBen 439.2

“তোমরা যীশু খ্রীষ্টের সম্পর্কে কি চিন্তাকর?”- এটা সর্বগুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কি তাকে একজন ব্যক্তিগত ত্রাণকর্তা বলে গ্রহণ কর? যারা তাঁকে গ্রহণ করে, তাদের সকলকে তিনি ঈশ্বরের পুত্র ও কন্যা হবার শক্তি দেন। MHBen 439.3

যীশু তার শিষ্যদের কাছে ঈশ্বরকে এমনভাবে প্রকাশ করেছেন যা তাদের অনন্ত একটা বিশেষ কাজ সম্পন্ন করে, যেমন তিনি আমাদের অনন্ত সাধন করার বাসনা করে। অনেকে রয়েছে যারা, অতিমাত্রায় মতবাদ, বা কল্পনায় নির্ভর করে, তারা উত্তরকর্তার আদর্শের জীবন্ত শক্তির দৃষ্টিহারা হয়েছে। তারা তাঁকে বিনম্র ব্যক্তি, আত্ম-অস্বীকারকারী কার্যকারিরূপে দেখা ভুলে গিয়েছে। তাদের কর্তব্য হল যীশু খ্রীষ্টের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা। প্রতিদিন আমাদের তাঁর উপস্থিতির সতেজ, নতুন প্রজ্ঞাদেশ আবশ্যক। আমাদের তার আত্মা-অস্বীকার এবং আত্ম-বলির আদর্শ নিবিড় ভাবে অনুসরণ করতে হবে। MHBen 439.4

আমাদের পৌলের অভিজ্ঞতা লাভ করতে হবে, যখন তিনি লিখেছিলেন, “খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন। আর এমন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি।” (গালা ২:২০)। MHBen 439.5

চরিত্রে প্রকাশিত ঈশ্বরের এবং খ্রীষ্টের জ্ঞান সমস্ত কিছুর ওপরে যা পৃথিবীতে এবং স্বর্গে উন্নীত। এটাই সর্বো‪চ শিক্ষা। এটা একটা চাবি যা স্বর্গীয় নগরীর দ্বার উন্মুক্ত। এই জ্ঞান, ঈশ্বরের উদ্দেশ্য যেন যারা পরিধান করে তারাই খ্রীষ্টের সম্পদের অধিকার করবে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 439.6

*****