Go to full page →

প্রকৃতি পাঠে একটি সাহায্য MHBen 443

যিনি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বর এবং তাঁর বাক্যের জ্ঞান লাভ করেছেন, তিনি প্রকৃতি-বিজ্ঞান অধ্যয়নে নিয়োজিত থাকতে প্রস্তুত। খ্রীষ্টের সম্পর্কে লিখিত হয়েছে, “তাঁহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবনে মনুষ্যগণের জ্যোতি ছিল।”(যোহন ১:৪)। পাপ প্রবেশের পূর্বে, আদম এবং হবা এদনে একটি স্বচ্ছ এবং মনোরম জ্যোতি, ঈশ্বরের জ্যোতি দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তারা যে দিকে অগ্রসর হতেন, তার সব কিছুই এই আলোয় আলোকিত করত। ঈশ্বরের চরিত্র এবং তাঁর কাজ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা অস্পষ্ট করে দিতে পারে এমন কিছুই ছিল না। কিন্তু যখন তারা পরীক্ষকের কাছে তাদের সঁপে দিলেন, তখন তাদের কাছ থেকে দীপ্তি দূর হয়ে গেল। পবিত্রতার বসন হারিয়ে, তারা সেই জ্যোতি হারালেন যা প্রকৃতি আলোকিত করেছিল। তারা আর সঠিক ভাবে পাঠ করতে পারলেন না। তাঁর কার্যের মধ্যে তারা ঈশ্বরের চরিত্র সন্দর্শন করতে পারলেন না। তাই মানুষ আজ স্বয়ং প্রকৃতির শিক্ষা ও সঠিকভাবে পাঠ করতে পারে না। ঐশ্বরিক জ্ঞান দ্বারা পরিচালিত না হয়ে সে প্রকৃতি এবং প্রকৃতির নিয়মাবলী ঈশ্বরের ঊর্ধ্বে উন্নীত করে। এই কারণ বিজ্ঞান সম্পর্কে কেবলমাত্র প্রায়ই ঈশ্বরের বাক্যের শিক্ষার বিরোধিতা করে। কিন্তু যারা খ্রীষ্টের জীবনের জ্যোতি গ্রহণ করে তাদের প্রকৃতি পুনরায় আলোকিত হয়। ক্রুশ হতে বি‪ছুরিত আলোকে আমরা যথাযথরূপে প্রকৃতির শিক্ষা ব্যাখ্যা করতে পারি।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 443.1

যিনি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বর এবং তাঁর বাক্যের জ্ঞান অর্জন করেছেন, তার পবিত্র শাস্ত্রের ঈশ্বরত্বে একটি স্থির বিশ্বাস রয়েছে। তিনি প্রমাণ করেছেন যে, ঈশ্বরের বাক্য সত্য এবং তিনি জানেন যে, সত্য কখনো স্ববিরোধী হতে পারে না। তিনি মানুষের ধারণা বা বিজ্ঞান দ্বারা বাইবেল পরীক্ষা করেন না; তিনি এই ধারণা সমূহ পরীক্ষা করার জন্য নিভুর্ল মান বা আদর্শের কাছে নিয়ে আসেন। তিনি জানেন যে, প্রকৃত বিজ্ঞানের করবে, যেহেতু উভয়ের আদিকর্তা এক, উভয়ের সঠিক জ্ঞান তাদের কাছে ঐক্য প্রমাণ করবে। যা কিছু কথিত বিজ্ঞানসম্মত শিক্ষা, ঈশ্বরের বাক্যে সাক্ষ্যের বিরোধিতা করে, তা মানুষের আনুমানিক ধারণা মাত্র। MHBen 443.2

এরূপ একজন ছাত্রের কাছে বিজ্ঞান সম্মত গবেষণা চিন্তাএবং তথ্যের বিশাল ক্ষেত্রসমূহ উন্মুক্ত করে দেবে। যেমন সে প্রকৃতির বিষয়সমূহ ধ্যান করে, সত্যের নতুন দৃষ্টিভঙ্গি তার কাছে আসবে। প্রকৃতির পুস্তক এবং লিখিত বাক্য একে অন্যের ওপরে আলোকপাত করবে। উভয়ই, তিনি যার মাধ্যমে কাজ করেন তাঁর চরিত্র এবং তাকে ব্যবস্থা শিক্ষার দ্বারা ঈশ্বরের সঙ্গে সুপরিচিত করবে। MHBen 444.1