Go to full page →

ভবিষ্যতের জন্য পরিকল্পনা MHBen 459

অনেকেই ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতে অসমর্থ। তাদের জীবন স্থায়ী হয় না। তারা পরিস্থিতি উপলব্ধি করতে পারে না, এবং প্রায় তারা উদ্বেগ ও অশান্তিতে পূর্ণ থাকে। আমাদের স্মরণে রাখতে হবে যে, এ পৃথিবীতে ঈশ্বরের সন্তানদের তীর্থযাত্রীর জীবন। নিজেদের জীবনের পরিকল্পনা করার জ্ঞান আমাদের নেই। আমাদের ভবিষৎ নির্ধারণ করা আমাদের কাজ নয়। “বিশ্বাসে অব্রাহাম, যখন আহূত হইলেন, তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন, সেই স্থানে যাবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইসহাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন; কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর।”(ইব্রীয় ১১:৮-১০)। MHBen 459.1

খ্রীষ্ট এ পৃথিবীতে তাঁর জীবনকালে তাঁর নিজের জন্য কোন পরিকল্পনা করেননি। তিনি তাঁর জন্য ঈশ্বরের পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এবং দিনের পর দিন তাঁর পরিকল্পনা ঈশ্বর তার কাছে প্রকাশ করতেন। অতএব, আমাদেরও ঈশ্বরের ওপর নির্ভর করা উচিত, যে আমাদের জীবন তাঁর ই‪চ্ছেমত সাধারণভাবে পরিচালিত হয়। আমরা যেভাবে তাঁর পথে নিজেদের সমর্পণ করবো, তিনি আমাদের পদক্ষেপ সেভাবেই পরিচালনা করবেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 459.2

ভবিষ্যতের জন্য মহৎ মহৎ অনেক পরিকল্পনা নিশ্চিত অকৃতকার্যতা বয়ে আনে। আপনার জন্য ঈশ্বরকে পরিকল্পনা করতে দিন। এক জন বালকের ন্যায় তাঁর ই‪ছায় বিশ্বাস রাখুন, যিনি “আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন।”(১শমূয়েল ২:৯)। ঈশ্বর কখনো তাঁর দাসদের ই‪ছার বিরুদ্ধে কিছু করেন না, যদি তারা প্রথম থেকে শেষ দেখতে পায় এবং তাঁর সহকর্মী হয় তাঁর গৌরব করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 459.3