Go to full page →

উৎসাহ দানকারী বিশ্বাস MHBen 462

আজকের কাজে বিশ্বস্ততাই আগামী কালের পরীক্ষার জন্য প্রস্তুতি। আগামীকালের বোঝা, দায়িত্ব যোগ করে আজকে নিজেকে ভারগ্রস্ত করে তুলবেন না। “দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।” (মথি ৬:৩৪)। MHBen 462.1

আসুন আমরা আশাবাদী এবং সাহসী হই। ঈশ্বরের কাজে মনমরা ভাব হ‪েছ পাপ এবং অযৌক্তিক। তিনি আমাদের যা প্রয়োজন তা অবগত আছেন। সর্বশক্তিমান রাজাদের রাজা প্রতিজ্ঞা রক্ষাকারী আমাদের ঈশ্বর মেষপালকদের ন্যায় যত্ন নিয়ে থাকেন। তিনি শক্তিমান, এবং যারা তাঁর ওপর বিশ্বাস রাখে তাদের প্রতি তাঁর প্রতিজ্ঞা অবশ্যই তিনি রক্ষা করবেন। প্রত্যেকটি বাধা, সংকট দূর করার পথ তিনি জানেন, সে সব লোকদের জন্য যারা তাঁর খেদমত করে এবং তাঁর ওপর বিশ্বাস রাখে। তিনি স্থায়ী কাজ করেন। এ পৃথিবী ও আকাশ মণ্ডলের সব প্রেমের ঊর্ধে তার প্রেম। তিনি তাঁর দাসদের প্রতি তাঁর চিরস্থায়ী ও অতুলনীয় প্রেমের দ্বারা দৃষ্টি রাখেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 462.2

যখন মনে হয় জীবনের দিনগুলো অনন্তঅন্ধকারা‪চ্ছন্ন তখন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। তিনি সব ব্যবস্থা করবেন। তিনি তাঁর ভক্তদের জন্য সব কিছু করে থাকেন। যারা তাঁর সেবা করে তিনি তাদের শক্তি দিন দিন বৃদ্ধি করেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 462.3

তিনি তাঁর দাসদের প্রতি সর্বপ্রকার সাহায্য করতে সমর্থ। তাদের বিভিন্ন প্রয়োজনে যে বুদ্ধি বিবেচনা প্রয়োজন তিনি তা দেবেন। MHBen 462.4

পরীক্ষাসিদ্ধ প্রেরিত পৌল বলেছেন:- “আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল, তখনই বলবান।”(২করিন্থীয় ১২:৯, ১০)। MHBen 462.5

*****