Go to full page →

ক্ষুদ্র বিষয়ের গুরুত্ব MHBen 471

জীবন প্রধানত মহৎ, আশ্চর্যজনক কৃতকার্যতা এবং মহা ত্যাগস্বীকারের দ্বারা গঠিত নয়, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দ্বারা গঠিত। প্রায়ই ছোট ছোট বিষয় যা মূল্যহীন মনে হয় সেগুলোই আমাদের জীবনে মঙ্গল অথবা অমঙ্গল নিয়ে আসে। ছোট ছোট পরীক্ষা যা আমাদের কাছে আসে, সেগুলোতে অকৃতকার্য হবার মাধ্যমে আমাদের অভ্যাসে পরিণত হয় যা মন্দ চরিত্র গঠন করে, এবং যখন বড় পরীক্ষা আসে তখন আমাদের অপ্রস্তুত, অবস্থায় পাওয়া যায়। শুধুমাত্র প্রতিদিন কাজের মাধ্যমে নীতি রক্ষা করে শক্তি অর্জন করতে পারলে আমাদের জীবনের কঠিন ও মহাবিপদের সময়ে দৃঢ়ভাবে বিশ্বাস রক্ষা করতে শক্তি যোগাবে। MHBen 471.1