Go to full page →

চরিত্রের শক্তি MHBen 478

অদম্য মানসিক শক্তিসম্পন্ন ব্যক্তির প্রয়োজন, যারা তাদের পথ সরল হবার জন্য অপেক্ষা করবে না, এবং চাইবে না যে সব বাধা অপসারিত হয়ে যাক। কিন্তু সে প্রকার লোকদের দরকার যারা হতাশাগ্রস্ত কার্যকারীর নব উদ্দীপনার উদীপ্ত করবে, যে লোকদের জীবন খ্রীষ্টের প্রেমে উষ্ণ এবং যাদের হাত তাদের ওস্তাদের কাজ করতে শক্তিশালী। MHBen 478.2

অনেকে আছেন যারা সুসমাচার প্রচার কাজে দুর্বল, অলস, উদ্যমহীন এবং সহজে নিরুৎসাহিত হন। তাদের উদ্দীপনার অভাব। তাদের মধ্যে ইতিবাচক চারিত্রিক ক্সবশিষ্ট্য নেই, যা কিছু করতে শক্তি যোগায়, যে মনোভাব উৎসাহকে শক্তিশালী করে। যারা বিজয়ী হতে চান তাদের অবশ্যই সাহসী ও আশাবাদী হওয়া আবশ্যক। তাদের শুধুমাত্র ইতিবাচক গুণাবলি থাকা আবশ্যক। যখন তারা শান্তভাবে জবাব দেবেন, যেন ক্রোধ অপসারিত হয়। তাদের অবশ্যই শয়তানকে প্রতিরোধ করতে বীরের ন্যায় সাহসী হতে হবে। সমস্ত বিষয়ে প্রেম ও ধৈর্য ধারণে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন যা ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করবে। MHBen 478.3

কোন কোন লোকের চরিত্রে কোন দৃঢ়তা নেই। তাদের পরিকল্পনা এবং উদ্দেশ্যের কোন মিল ও নিশ্চয়তা থাকে না। তারা পৃথিবীতে অতি অল্প ব্যবহৃত হয়। দুর্বলতা, সিদ্ধান্তহীনতা এবং অদক্ষতার ওপর জয়ী হওয়া উচিত। খাঁটি খ্রীষ্টান চরিত্র হ‪চ্ছে অদম্য, যা প্রতিকূল পরিস্থিতিতে বদলে যায় না অথবা অবনত হয় না। আমাদের অবশ্যই নৈতিক মেরুদণ্ড, সততা থাকা আবশ্যক যা কোন তোষামোদ, ঘুষ বা ভয় দ্বারা বদলানো যায় না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 479.1