Go to full page →

উদ্দেশের একাত্মতা MHBen 483

জীবনদাতা খ্রীষ্টের জীবনে একটা মহান উদ্দেশ্য ছিল পরিত্রাণ কার্য সাধন করা, এবং অন্য সব কিছু ছিল এর অধীনস্থ কার্যাবলি। সেই প্রকার একান্ততা আত্ম-ত্যাগ, উৎসর্গীকৃত জীবন এবং ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্য তাঁর শিষ্যদের জীবনে প্রকাশিত হওয়া কাম্য। MHBen 483.2

যারা খ্রীষ্টকে তাদের ব্যক্তিগত জীবনদাতা বলে গ্রহণ করেছে, তাদের প্রত্যেকের উচিত ঈশ্বরে¦র সেবা করার সুযোগ গ্রহণ করা। তিনি তার প্রতি যা করেছেন সে বিষয় ধ্যানপূর্বক অসীম প্রেমের জন্য হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। ঈশ্বরের সেবায় তার সব দক্ষতা একাগ্রচিত্তে কৃতজ্ঞতাসহকারে দান করা। সে খ্রীষ্টের জন্য তার প্রেম দেখাবে এবং সে যে তাঁর ক্রীত সম্পদ তা স্বীকার করা। সে কষ্ট, দুঃখ, যাতনা সহ্য করবে। MHBen 483.3

ঈশ্বরের প্রকৃত কার্যকারী তার যাহা সাধ্য চেষ্টা করবে, কারণ এর মাধ্যমেই সে তার প্রভুর সেবা করতে পারে। সে তার প্রভুর সেবা করার জন্য সর্বদা সঠিক কাজ করবে। সে তার যোগ্যতাকে বৃদ্ধি করবে। সে ঈশ্বরের সেবার জন্য সব দায়িত্ব পালন করবে। তার একটাই ই‪ছা থাকবে যে, খ্রীষ্ট যেন প্রকৃত সেবা এবং পূর্ণ মর্যাদা পান। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 484.1

একটা চিত্রের দ্বারা দেখানো হয়েছে, একটা লাঙল ও একটা যজ্ঞবেদীর মাঝখানে একটা ষাঁড় (গরু) দাঁড়ানো আছে; এবং সেখানে লেখা, “যে কোন একটার জন্য প্রস্তুত হও।”কঠোর পরিশ্রম করে হাল চাষ করার জন্য অথবা যজ্ঞবেদীর ওপর বলি হবার জন্য। ঈশ্বরের প্রকৃত কার্যকারীদের এ অবস্থা, যেখান থেকে আহ্বান আসবে সেখানে যেতে বাধ্য থাক, জীবনদাতার কারণে স্বার্থত্যাগ কর। MHBen 484.2

*****