Go to full page →

প্রভুতে আনন্দ MHBen 486

খ্রীষ্ট বলেছেন, “এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আন‱দ তোমাদিগেতে থাকে, এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।”(যোহন ১৫:১১)। MHBen 486.1

খ্রীষ্ট আগে থেকেই তাঁর কার্য সম্পর্কে অবগত ছিলেন। এ পৃথিবীতে তার জীবন ছিল অত্যন্ত কঠিন এবং ত্যাগস্বীকারে পূর্ণ তথাপি তিনি এ চিন্তাকরে আনন্দ পেয়েছেন যে তিনি কঠোর পরিশ্রম, যাতনা বৃথা সহ্য করছেন না। তিনি মানব জাতির জন্য তাঁর জীবন দিয়েছেন যেন তাঁর জীবনের বিনিময়ে মানব জাতি ঈশ্বরের প্রতিমূর্তি পুনরায় উদ্ধার করতে পারেন। তিনি আমাদের আবার ধূলি থেকে তুলবেন। আমাদের চরিত্রকে পুনরায় তাঁর চরিত্রে গঠন করবেন এবং তাঁর মহিমায় সুন্দর করে তুলবেন। MHBen 486.2

খ্রীষ্ট তাঁর কঠোর যাতনা দেখতে পেয়েছিলেন এবং আত্মায় পরিতৃপ্ত ছিলেন। তিনি অনন্তজীবনের পরিধি পূর্বে দেখতে পেয়েছেন এবং দেখে আনন্দ পেয়েছিলেন যে, যারা তাঁর এ নম্রতা গ্রহণ করবে, তাদের পাপ ক্ষমা হবে এবং তারা অনন্তজীবন পাবে। তিনি তাদের পাপের জন্য হত হয়েছিলেন এবং তাদের অধর্মের জন্য নির্যাতিত হয়েছিলেন। তাঁর ধার্মিকতা তাদের ওপর বর্ষিত হয়েছিল এবং তাঁর আঘাতের দ্বারা তারা সুস্থ হয়েছিল। তিনি মুক্তিপ্রাপ্তদের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তিনি মুক্তিপ্রাপ্তদের গাওয়া মোশি এবং খ্রীষ্টের সঙ্গীত শুনতে পেয়েছিলেন। যদিও প্রথমে রক্তের বাপ্তিস্ম পাওয়া আবশ্যক, যদিও প্রথমে তার নিষ্পাপ আত্মাকে এ পাপপূর্ণ পৃথিবীর জন্য সমর্পণ করতে হবে, যদিও তাঁর ওপর অব্যক্ত এক অভিশাপের বোঝা অর্পিত ছিল, তথাপি তিনি আনন্দে ক্রুশের যাতনা মনোনীত করেছিলেন এবং সব লাঞ্ছনা তিনি পরিহার করেছিলেন। এ আনন্দ তাঁর সব অনুসারীদের সহভাগ করা আবশ্যক। কিন্তু তার পরেও তাঁর গৌরবময় মুক্তির শেষ সময় পর্যন্ত স্থান হবে না। যদিও এখন আমরা বিশ্রামে জীবনদাতার আনন্দ উপভোগ করছি। মোশির ন্যায় আমরা এক অদৃশ্যকে দেখতে পারি। MHBen 486.3