Go to full page →

ঈশ্বরের সঙ্গে পর্বতে MHBen 490

ঈশ্বর আমাদের আহ্বান করেন, “আমার নিকটে পর্বতে উঠিয়া আইস।”মোশিকে ঈশ্বর ইস্রায়েলদের উদ্ধারার্থে ব্যবহারের পূর্বে চল্লিশ বছর যাবৎ নির্জন পর্বতে তাঁর সঙ্গে অতিবাহিত করেছিলেন। ঈশ্বরের বার্তা ফরৌণের কাছে বহন করার পূর্বে মোশি অগ্নিময় ঝোপের মধ্যে বার্তাবাহক দূতের সঙ্গে কথা বলেছিলেন। ঈশ্বরের প্রতিনিধিত্বে তাঁর ব্যবস্থা গ্রহণ করার পূর্বে মোশিকে পর্বতে তাঁর মহিমা দেখানোর জন্য ডেকেছিলেন। প্রতিমা পুজকদের বিচার করার পূর্বে ঈশ্বর তাকে বলেছিলেন, “আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব, ও তোমার সম্মুখে ঈশ্বরের নাম ঘোষণা করিব,” (যাত্রা ৩৩:১৯) সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান;... তথাপি তিনি অবশ্য পাপের দন্ড দেন;” (যাত্রা ৩৪:৬,৭) ইস্রায়েলদের জন্য তার দায়িত্ব অবসানের পূর্বে তার মৃত্যুর পূর্বে ঈশ্বর তাকে প্রতিজ্ঞাত দেশের সৌন্দর্য দেখানোর জন্য পিস্গা চুড়ায় ডেকেছিলেন। MHBen 490.4

যীশুর শিষ্যদের কাজে প্রেরণ করার পূর্বে তিনি তাদের পর্বতের ওপরে ডেকেছিলেন। পঞ্চাশত্তমীর শক্তি ও মহিমা প্রাপ্ত হবার পূর্বে জীবনদাতার সঙ্গে গালিলে পর্বতের ওপরে স্বর্গীয় দূতদের প্রতিজ্ঞা তারা শুনেছিলেন এবং ওপরের কুঠুরীতে প্রার্থনায় ও সহভাগিতায় তারা নিবিষ্ট ছিলেন। MHBen 491.1

যীশু যখন কোন পরীক্ষা অথবা গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, তখন তিনি নির্জন পর্বতে তাঁর পিতার কাছে প্রার্থনায় রাত যাপন করতেন। শিষ্যদের অভিষেক, পর্বতের ওপরে দেয়া শিক্ষা, রূপান্তর, ক্রুশের নিদারুণ যন্ত্রণা ভোগ এবং মহিমাময় পুনরুত্থানের আগে তিনি প্রার্থনায় রাত পার করে দিতেন। MHBen 491.2