Go to full page →

“আমাতে থাক” MHBen 496

খ্রীষ্ট আজ্ঞা করেন, “আমাতে থাক, আর আমি তোমাদিগেতে থাকি; শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পার না।” MHBen 496.3

“আমি দ্রাক্ষালতা; তোমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান্ হয়; কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করতে পার না।” MHBen 496.4

“কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়া দেওয়া যায় ও তাহা শুকাইয়া যায়; এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়।” MHBen 496.5

“তোমরা যদি আমাতে থাক, এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ই‪ছা হয়, যাচ্ঞা কর, তোমাদের জন্য তাহা করা যাইবে।” MHBen 496.6

“ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান্ হও; আর তোমরা আমার শিষ্য হইবে।” MHBen 496.7

“পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি; তোমরা আমার প্রেমে অবস্থিতি কর। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।” MHBen 496.8

“তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান্ হও, এবং তোমাদের ফল যেন থাকে; যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।”যোহন ১৫:৪-১৬। MHBen 497.1

“দেখ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত আহার করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে।”(প্রকাশিত বাক্য ৩:২০)। MHBen 497.2

“যে জয় করে, তাহাকে আমি গুপ্ত ‘মান্না’ দিব; এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব; সেই প্রস্তরের উপরে “নূতন এক নাম”লেখা আছে; আর কেউ সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে।”(প্রকাশিত বাক্য ২:১৭)। MHBen 497.3

“আর যে জয় করে,... আমি প্রভাতীয় তারা তাহাকে দিব।”(প্রকাশিত বাক্য ২:২৬-২৮), তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনও তথা হইতে বাহিরে যাইবে না; এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন যিরূশালেম স্বর্গ হইতে, আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব।”(প্রকাশিত বাক্য ৩:১২)। ‬ MHBen 497.4