Go to full page →

জীবন বিষয়ক ঈশ্বরের নিয়ম MHBen 89

এটা স্পষ্ট হওয়া দরকার যে, ঈশ্বরের নিয়মের ধারাই জীবনের ধারা। ঈশ্বর প্রাকৃতিক নিয়ম স্থাপন করেছেন কিন্তু তাঁর নিয়ম বিধি বহির্ভূত খাম-খেয়ালী অন্যায় দাবিদার ব্যবস্থা নয়। প্রাকৃতিক কিম্বা নৈতিক ব্যবস্থাই হোক প্রত্যেকটি “করিও না”-এর সাথে একটা করে প্রতিজ্ঞা সম্পৃক্ত। আমরা যদি তা মেনে চলি তবে আমাদের চলার পথে প্রতি পদক্ষেপে আশীর্বাদ আমাদের ওপর বল প্রয়োগ করেন না, কিন্তু তিনি আমাদেরকে মন্দ থেকে রক্ষা করতে ও উত্তমের দিকে চালাতে চেষ্টা করেন। MHBen 89.3

যে নিয়ম ইস্রায়েলদের পালন করতে শেখান হয়েছিল, আসুন আমরা তার দিকে নজর দিই। জীবনের অভ্যাস সম্পর্কে ঈশ্বর তাদের নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন। তিনি তাদের শারীরিক ও আধ্যাত্মিক উভয়ের মঙ্গলার্থে সম্পৃক্ত নিয়ম তাদেরকে অবগত করেন এবং আজ্ঞাবহতার শর্তে তিনি তাদেরকে এই নিশ্চয়তা দিলেন, “সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন;।”(দ্বিতীয় বিবরণ ৭:১৫)। MHBen 90.1

“তোমাদের সÍৈানগণ যেন এই ব্যবস্থার সকল কথা পালন করিতে যত্নবান হয়, এই জন্য তাহাদিগকে তাহা আদেশ করিতে হইবে।”(দ্বিতীয় বিবরণ ৩২:৪৬)। “কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ।”(হিতোপদেশ ৪:২২)। MHBen 90.2

ঈশ্বর আমাদের কাছ থেকে এই প্রত্যাশা করেন, যেন আমরা সেই সিদ্ধতায় পৌঁছাই যা যীশুর দান দ্বারা সম্ভবপর করা হয়েছে। স্বর্গের প্রতিনিধিদের সাথে যোগসূত্র স্থাপন করতে সেই মূলনীতি মেনে চলতে সঠিক মনোনয়নটি করতে আহ্বান জানান, যা আমাদের মাঝে ঈশ্বরের প্রতিমূর্তি ফিরিয়ে আনবে। তাঁর লিখিত বাক্য ও প্রকৃতির বিশাল শাস্ত্রে তিনি জীবনের মূলনীতি প্রকাশ করেছেন। এই মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং বাধ্যতা দ্বারা দেহের ন্যায় আত্মার ও স্বাস্থ্য পুনরুদ্ধারে তার সঙ্গে সহযোগিতা করা আমাদের কর্তব্য। MHBen 90.3