Go to full page →

ওষুধের ব্যবহার MHBen 104

এমন এক অভ্যাস যা ব্যাপক পরিমাণে রোগের এমনকি অধিকতর ভয়াবহ মন্দতার মূলে রয়েছে- তা হ’ল বিষাক্ত ওষুধ অবাধে ব্যবহার করা। যখন রোগে আক্রান্ত হয়, তখন যে কারণে তাদের এ রোগ হয়েছে, তা খুঁজে বের করতে অনেকেই কষ্ট করে না। তাদের প্রধান দুশ্চিন্তা হ’ল তাদের যাতনা ও অসুবিধা থেকে মুক্তিলাভ করা। অতএব তারা হাতুড়ে ওষুধ ব্যবহারের পথ অবলম্বন করে যার মূল উপাদান সম্পর্কে তাদের ধারণা কম অথবা তারা কোন চিকিৎসকের শরণাপন্ন হয় যেন তাদের মন্দ অভ্যাসের ফলে সৃষ্ট রোগের বিপক্ষে নিরাময় কোন ওষুধ তাদের দেন, কিন্তু তাদের অস্বাস্থ্যকর অভ্যাসের পরিবর্তন সংক্রান্তকোন চিন্তাতারা করে না। তাৎক্ষণিক কোন উপকার তারা না পেলে অন্য আর একটা ওষুধ প্রয়োগ করা হয়। একটায় কাজ না হলে অন্য আর একটা, এভাবে মন্দ অভ্যাস চলতেই থাকে। MHBen 104.2

লোকদেরকে শিক্ষা দিতে হবে যে, ওষুধ রোগ নিরাময় করে না। এটা সত্য যে কোন কোন সময়ে তাৎক্ষণিক উপশম করে থাকে এবং রোগীকে মনে হয় যেন ওষুধগুলো ব্যবহারে সুস্থতা লাভ করছে; এর কারণ হ‪চ্ছে রোগের কারণে যে অবস্থার উপশম হয়েছে তা সারিয়ে উঠতে এবং শরীরের মধ্যে প্রবিষ্ট বিষাক্ত দ্রব্য বের করে দিতে প্রকৃতির যথেষ্ট‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ জীবন রক্ষাকারী ক্ষমতা রয়েছে। ওষুধ ব্যবহার সত্বেও স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ওষুধ মাত্রই দেহে রোগের অবস্থানের পরিবর্তন করে থাকে। প্রায়শ: অনুভূত হয় যেন কিছু সময়ের জন্য হলেও বিষাক্ত জ্বালা কমে গেছে, কিন্তু বিষ দেহের গঠনতন্ত্রের মধ্যেই থেকে যায় এবং পরবর্তীকালে আরও ভয়াবহ ক্ষতিসাধন করে থাকে। MHBen 104.3

বিষাক্ত ওষুধ ব্যবহার করে অনেকে তাদের নিজেদের ওপরে আজীবনের জন্য অসুস্থতা নিয়ে আসে এবং এভাবে অনেক জীবন হারিয়ে গেছে; যাদের জীবন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে রক্ষা করা যেত। তথাকথিত অনেক ওষুধে যে বিষ রয়েছে তাতে আসক্ত হলে অভ্যাসে পরিণত হয়, ফলে দেহ এবং আত্মা উভয়কেই ধ্বংস করে ফেলে। বহুল প্রচলিত অনেক হাতুড়ে ওষুধকে পেটেন্ট ওষুধ বলা হয় আর এমনকি চিকিৎসকের বিধান মতে দেয়া কিছু কিছু ওষুধ সুরার নেশা, আফিমের অভ্যাস ও ঘুমের নেশার গোড়াপত্তন করে থাকে, যা পরে সমাজে এক ভয়াবহ অভিশাপরূপে নেমে আসে। MHBen 105.1