Go to full page →

মণ্ডলী একটি প্রশিক্ষণ বিদ্যালয় MHBen 127

যীশুর মণ্ডলী সেবার জন্য সংগঠিত হয়েছে। এর মুখ্য কাজ সেবা বা পরিচর্যা। এর সদস্যরা তাদের মুক্তিদাতা সেনাপতির নেতৃত্বাধীন যুদ্ধের জন্য প্রশিক্ষিত সেনা। অনেকের ধারণা অপেক্ষা যীশুর পরিচারক, চিকিৎসক, শিক্ষকদের কাজের পরিধি আরো অনেক পরিব্যাপ্ত। তাদেরকে কেবল লোকদের সেবা করলেই চলবে না বরং তাদেরকে সেবা করতে শিক্ষা দিতে হবে। তাদের সঠিক নীতি বা আদর্শে প্রশিক্ষণ দান করলে চলবে না বরং তাদের শ্রোতাদেরকে শেখাতে হবে যেন এই নীতিসমূহ অন্যদের কাছে বিতরণ করে। যে সত্য মেনে চলা না হয়, অন্যের সাথে সহভাগ করা না হয়, তা এর জীবনদায়ী ক্ষমতা এবং আরোগ্যদায়ী গুণাবলি হারিয়ে ফেলে। এ সত্য অন্যদের সাথে সহভাগ করেই কেবল এর আশীর্বাদ ধরে রাখা যাবে। MHBen 127.2

ঈশ্বরের জন্য আমাদের সেবা কাজের একঘেয়েমি ধারা ভেঙ্গে ফেলার প্রয়োজন আছে। মণ্ডলীর প্রত্যেক সদস্যকে শিক্ষার কাজের কোন না কোন অংশে লাগিয়ে দিতে হবে। কেউ কেউ অন্যদের মত বেশি করতে নাও পারে কিন্তু আমাদের পৃথিবী প-াবনকারী অসুস্থতা ও দুর্দশার জোয়ারকে প্রতিহত করতে সকলকে যথা সাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কিভাবে শুরু করতে হবে তা শেখান হলে অনেকে কাজ করতে চাইবে। তাদেরকে প্রশিক্ষণ দান ও উৎসাহিত করতে হবে। MHBen 127.3

প্রত্যেক মণ্ডলীকে যীশুর কর্মী প্রশিক্ষণ বিদ্যালয় করতে হবে। এর সভ্যদেরকে শেখাতে হবে কিভাবে পবিত্র বাক্য পাঠ করতে হয়, কিভাবে শাব্বাথ স্কুল ক্লাশ পরিচালনা ও শিক্ষা দিতে হয়, গরীবদের সাহায্য ও রুগ্নদের সেবা যত্নের সর্বাপেক্ষা উত্তম উপায় কি এবং কিভাবে একজন অবিশ্বাসী ও নূতন লোকের সাথে কাজ শুরু করতে হয়। সেখানে স্বাস্থ্য বিষয়ক স্কুল, রান্না প্রশিক্ষণ ক্লাশ এবং যীশুর মদদকারী কাজের নানাবিধ প্রশিক্ষণ ক্লাশ চালান যেতে পারে। শুধু প্রশিক্ষণ দান করাই যথেষ্ট নয় বরং অভিজ্ঞ প্রশিক্ষকের নেতৃত্বে প্রকৃত কাজও করতে হবে। শিক্ষকদেরকে অন্যান্যদের সঙ্গে তাদেরকে নিয়ে লোকদের মাঝে কাজ করার উপায় দেখাতে হবে, ফলে তাদের কাজের নমূনা দেখে তারা শিখতে পারবে। একটা বাস্তব নমুনা বহু নীতিবাক্য অপেক্ষা অধিক কার্যসাধক। MHBen 128.1

সকলকে তাদের দৈহিক ও মানসিক শক্তি সমূহের সর্বাধিক দক্ষতা বা সামর্থ্য অনুসারে উৎকর্ষ সাধন করতে হবে যেন তাঁর তত্ত্বাবধানে যে কোন স্থানে তাদের ডাক আসে সেখানে তারা ঈশ্বরের উদ্দেশে কাজ করতে পারে। পৌল ও আপল্লো যীশুর কাছ থেকে যে আশীর্বাদ লাভ করেছিলেন যা তাদেরকে আত্মিক কৃতিত্বের জন্য খ্যাতিমান করেছিল সেই একই আশীর্বাদ আত্মোৎসর্গীকৃত যীশুর মিশনারীদেরকে আজও দেয়া যেতে পারে। ঈশ্বর চান যেন তাঁর সন্তানদের বুদ্ধিমত্তা ও জ্ঞান থাকে; ফলে নির্ভুল স্পষ্টতা ও শক্তিযুক্ত ভাবে আমাদের এই পৃথিবী মাঝে তাঁর মহিমা প্রকাশ পায়। MHBen 128.2