Go to full page →

বুদ্ধি-কৌশল ও সমবেদনা MHBen 135

আমরা যে সকল অভ্যাসকে খারাপ অভ্যাস বলে মনে করে থাকি, সে সকল সংশোধন করতে অন্যদেরকে আক্রমনাত্মক ভূমিকা নিলে তাতে ক্ষতি ছাড়া কোন লাভ হবেনা। ঐ প্রকার প্রচেষ্টার ফল ভাল থেকে মন্দই হয় বেশী। শমরীয় স্ত্রীলোকটির সাথে তাঁর আলাপকালে যাকোবের কুয়ার অমর্যাদা না করে মশীহ আরো ভাল কিছু উপস্থাপন করলেন। তিনি বললেন, “তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন, ‘আমাকে পান করিবার জল দেও’, তবে তাঁহারই নিকটে তুমি যাচ্ঞা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন।”(যোহন ৪:১০) আলোচনার প্রসঙ্গ পরিবর্তন করে যে ধন তিনি দিতে চেয়েছিলেন সেদিকে ঘুরালেন, তার যা আছে তার থেকে ভাল কিছু এমন কি জীবন্ত জল সুসমাচারের আনন্দ ও প্রত্যাশা স্ত্রীলোকটিকে দিতে চাইলেন। MHBen 135.3

আমাদের যে উপায়ে কাজ করতে হবে এটা তারই এক উদাহরণ। লোকদের অধিকারে যা আছে তার থেকে উত্তম কিছু দিতে প্রস্তাব করতে হবে এমন কি মশীহের শান্তি যা সমস্ত বিবেচনা শক্তি দিয়ে থাকে। ঈশ্বরের পবিত্র নিয়মের কথা, তাঁর চরিত্রের অনুলিপি এবং তাঁর ই‪ছানুসারে তাদের যেরূপ হওয়া উচিত তারই অভিব্যক্তি আমাদের তাদের কাছে বলতে হবে। তাদেরকে দেখান যে স্বর্গীয় চিরস্থায়ী মহিমা পৃথিবীর ক্ষণস্থায়ী আনন্দ, ভোগ বিলাস ও আরাম আয়েশ অপেক্ষা অপরিসীম ভাবে শ্রেয়। তাদেরকে পরিত্রাণকর্তার মাঝে যে মুক্তি ও বিশ্রাম পাওয়া যাবে সে সম্পর্কে বলুন। তিনি ঘোষণা করলেন, “আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনও হইবে না।” (যোহন ৪:১৪)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 136.1

যীশুকে উ‪চ্ছে তুলে ধরুন, চিৎকার করে বলুন, “ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান।”(যোহন ১:২৯)। একমাত্র তিনিই অনন্তর একাগ্র বাসনা পূরণ করতে ও আত্মায় শান্তি দিতে পারেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 136.2

পৃথিবীর সমস্ত মানুষের মাঝে সংস্কারকদের হতে হবে সর্বাপেক্ষা নিঃস্বার্থপর ভদ্র এবং সর্বাধিক দয়ালু। তাদের জীবনে নিঃস্বার্থ কাজের প্রকৃত গুণাগুণ পরিলক্ষিত হতে হবে। যে কার্যকারী অন্যদের অজ্ঞতা বা একগুয়েমীর জন্য অভদ্র আচরণ করে এবং অধৈর্য্য হয়, কর্কশভাবে কথা বলে বা অবিবেচকের ন্যায় আচরণ করে তার জন্য তাদের অনন্তর দরজা বন্ধ হয়ে যেতে পারে ফলে সে আর কখনও তাদের কাছে পৌছাতে পারবে না। MHBen 136.3

যেমন শিশির ও কোমল বৃষ্টি, ম্লান প্রায় চারা গাছের ওপরে পড়ে তেমনি বিপথগামী লোকদের লাভ করতে চেষ্টা করলে তাদের কাছে কোমল ভাবে বাক্যালাপ করতে হবে। ঈশ্বরের পরিকল্পনা প্রথমে অন্তর স্পর্শ করতে হবে। আমাদেরকে প্রেমের দরদ দিয়ে সত্য কথা বলতে হবে, তাঁর ওপর নির্ভর করতে হবে যেন জীবন সংশোধনের জন্য তিনি তাকে শক্তি প্রদান করেন। পবিত্র প্রেমের মমতা দিয়ে বলা বাক্য তাদের আত্মা মধ্যে স্থাপন করবেন। MHBen 136.4

প্রকৃতিগতভাবে আমরা আত্মকেন্দ্রীক ও জেদি। কিন্তু আমরা যখন যীশু যে শিক্ষা দিতে চান, আর আমরা তা শিক্ষা করি, তখন আমরা তাঁর আচরণের সহভাগী হই, আর তখন থেকে আমরা তাঁর মত জীবন যাপন করি। যীশুর অদ্ভূত আদর্শ, অতুলনীয় কোমলতা ও মমতা নিয়ে তিনি অন্যদের অনুভূতির মধ্যে প্রবেশ করেছেন, যারা, কেঁদেছে, তাদের সাথে তিনি কেঁদেছেন, যারা আনন্দে উল্লাস করেছে তাদের সাথে আনন্দ করেছেন, আর নিশ্চয়ই যারা আন্তরিকতা নিয়ে তাঁর অনুসরণ করেছে তাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে। দয়ার বাক্য ও কার্যদ্বারা তারা ক্লান্ত পথ যাত্রীর পথ সহজ সরল করতে চেষ্টা করবে। MHBen 137.1