Go to full page →

১০ - প্রলোভিতদের সাহায্য করা MHBen 141

“আমি যেভাবে তোমাদিগকে প্রেম করিয়াছি
তদ্রূপ তোমরাও পরস্পরকে প্রেম কর।”

আমরা তাকে প্রথম ভালবেসেছি বলে যীশু আমাদেরকে ভাল বেসেছিলেন তা নয়; কিন্তু “আমরা যখন পাপী ছিলাম”তিনি আমাদের জন্য মরেছেন। আমাদের পাপ অনুসারে তিনি আমাদেরকে শাস্তি দেন না। যদিও আমাদের পাপ দোষী করে, তথাপি তিনি আমাদেরকে দোষী করেন না। বছরের পর বছর তিনি আমাদের দুর্বলতা এবং অজ্ঞতা, আমাদের অকৃতজ্ঞতা এবং স্বে‪ছাচারিতা সহ্য করেছেন পবিত্র বাক্যের প্রতি আমাদের অবহেলা সত্ত্বও তিনি তাঁর হস্ত প্রসারিত করেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 141.1

অনুগ্রহ হল, নগণ্য মানুষের প্রতি ঈশ্বরের মহানুভবতা। আমরা এটাকে খুঁজিনি কিন্তু এটাকে আমাদেরকে খুঁজবার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। ঈশ্বর তার অনুগ্রহ আমাদেরকে দেয়ার জন্য আনন্দ অনুভব করেন, তা আমাদের যোগ্যতার কারণে নয়, কিন্তু আমাদের সম্পূর্ণরূপে অযোগ্যতার কারণে। তাঁর অনুগ্রহ চাওয়া আমাদের সবার প্রয়োজন। MHBen 141.2

সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁর হাত প্রসারিত করে পাপী ও পতিত মানুষদের আমন্ত্রণ জানা‪চ্ছেন। তিনি সকলকে গ্রহণ করবেন। তিনি সকলকে স্বাগতম জানান। মহা পাপীদেরকে ক্ষমা করা তাঁর গৌরব। তিনি শক্তিশালী দিয়াবলের শিকার কেড়ে নেবেন। তিনি পাপের বন্দিদেরকে উদ্ধার করবেন; তিনি দগ্ধদেরকে জ্বলন্ত অগ্নিদগ্ধ হতে তুলে নেবেন তিনি তাঁর অনুগ্রহের স্বর্ণালী শিকল সবচেয়ে গভীরতম দুর্দশাগ্রস্ত মানবকে এবং পাপ দ্বারা সংক্রামিত অপকৃষ্ট আত্মাকে তুলে ধরবেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 141.3

প্রতিটি মানবই তাঁর কাছে ভালবাসার বস্তু, যিনি মানুষকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাঁর জীবন দান করেছেন। আত্মাগণ দোষী ও অসহায়, শয়তানের চাতুরী ও ফাঁদের দ্বারা ধ্বংস হতে বাধ্য, একজন মেষপালক যেভাবে তার মেষ পালকে যত্ন নেন, তদ্রূপ বিপথগামীদের জন্য আমাদের পরিত্রাণকর্তার উদাহরণই আমাদের জন্য আদর্শ হওয়া উচিত। সেই একই আগ্রহ এবং নম্রতা এবং সহিষ্ণুতা যা তিনি আমাদের জন্য দেখিয়েছেন, আমরাও যেন তা অন্যদের প্রতি দেখাই।”আমি যেমন তোমাদের প্রেম করিয়াছি তেমনি তোমরাও একে অন্যকে প্রেম করো।”(যোহন ১৩:৩৪)। যীশু যদি আমাদের মাঝে বাস করেন, তবে আমরা তাঁর নিঃস্বার্থ ভালবাসা, যাদের প্রতি দেখানো উচিত তাদের কাছে প্রকাশ করবো। আমরা যখন দেখবো যে পুরুষ কিম্বা মহিলাদের যখন সহানুভূতি এবং সাহায্যের প্রয়োজন, আমরা যেন জিজ্ঞেস না করি ‘তারা কি সাহায্য পাওয়ার যোগ্য?” কিন্তু বরং চিন্তাকরি “কিভাবে আমি তাদেরকে সাহায্য করতে পারি?” MHBen 141.4

ধনী এবং দরিদ্র, উ‪চ্চ এবং নীচ, মুক্ত কি বন্দি, সকলে ঈশ্বরের উত্তরাধিকারী। যিনি তাঁর জীবন মানবকে উদ্ধার করবার জন্য দিয়েছেন, তিনি সসীম হিসেবের অতিরিক্ত মানবের মূল্য দেখতে পান। ক্রুশের রহস্য এবং গৌরবের দ্বারা তিনি যে আত্মার মূল্যের পরিমাপ করেছেন আমরা তা নির্ণয় করতে পারি। আমরা যখন তা করি, আমরা তখন অনুভব করবো যে মানব, এত অধপতনে গিয়েছে যে আমাদের বিদ্বেষ ও ঘৃণা পাওয়ারও বেশি প্রাপ্য। আমাদের সহমানবের জন্য আমাদের পরিচর্যা কাজের গুরুত্ব আমরা বুঝতে পারবো, যে তারা হয়তো ঈশ্বরের সিংহাসনের সামনে মহিমান্বিত হবে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 143.1

যীশুর উপমার সেই হারানো সিকি, যদিও অন্ধকার ও ময়লায় পড়েছিল, তথাপি ওটা রূপার টুকরো ছিল। এর মালিক ওটাকে খুঁজেছে কারণ ওটার মূল্য ছিল। তাই প্রতিটা আত্মা, যদিও পাপ দ্বারা অধপতিত হয়েছে, তথাপি ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান বলে পরিগণিত হয়েছে। মুদ্রা যেমন শাসন ক্ষমতার আধিপত্যের প্রতীক এবং খোদিত প্রতীক বহন করে, তদনুরূপ মানুষ তার সৃষ্টির স্মারক এবং ঈশ্বরের অক্ষমতার খোদিত প্রতীক বহন করে। যদিও পাপ দ্বারা এখন নষ্ট এবং নিষ্প্রভ হয়ে গেছে, তথাপি প্রতিটি আত্মায় সেই ঈশ্বরেই দাগ রয়ে গেছে। ঈশ্বর ঐ আত্মাকে উদ্ধার করতে চান, এবং তাঁর নিজের ধার্মিকতা পবিত্রতার প্রতিমূর্তির চিহ্ন এর উপরে অঙ্কন করতে চান। MHBen 143.2