Go to full page →

নিজেদের জন্য প্রচেষ্টা MHBen 155

মন্দ অভ্যাসে অভ্যস্ত ব্যক্তিবর্গ অবশ্যই নিজেদের মধ্যে প্রয়োজনীয় শক্তি জাগ্রত করবেন। অন্যেরা তাদের উন্নতির জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে পারেন; খ্রীষ্টের অনুগ্রহ তাদের জন্য বিনামূল্যে প্রদত্ত হতে পারে, তার দূতেরা তাদেরকে সাহায্য করতে পারেন; তবে সবই বৃথা যাবে যদি না তারা নিজেদের পক্ষ থেকে নিজেদের জন্য এর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি জাগ্রত না করেন। MHBen 155.4

তখন শলোমন ছিলেন যুবক, খুব শীঘ্রই ইস্রায়েলদের রাজ মুকুট পরতে যা‪চ্ছেন, তার প্রতি দায়ূদের শেষ বাক্য ছিল, “তুমি বলবান হও ও পুরুষত্ব প্রকাশ কর।”(১রাজাবলি ২:২)। প্রতিটি মানব সন্তানের প্রতি, যারা অক্ষয় মুকুট প্রত্যাশী, তাদের অনুপ্রেরণার জন্য এই কথাগুলো বলা হয়েছে, “বলবান হও ও পুরুষত্ব প্রকাশ কর।”‬ MHBen 156.1

যদি তারা পুরুষ হয় তাহলে তাদের আত্মপ্রশ্রয়ীর মনোভাব তাদেরকে অবশ্যই মহা ক্সনতিক জীর্ণ সংস্কারের প্রয়োজনীয়তা দেখতে ও অনুভব করতে সাহায্য করবে। ঈশ্বর তাদের ডেকে জাগ্রত হতে বলছেন, এবং খ্রীষ্টের শক্তিতে পুরুষত্ব ফিরে পেতে বলছেন যা পাপ মোচনের জন্য উৎসর্গ করা হয়েছে। MHBen 156.2

ভয়ানক প্রলোভনের শক্তি অনুভব, কামনার আকর্ষণ, যা পাপের দিকে প্ররোচিত করে, ফলে অনেকে হতাশায় কেঁদে ওঠে বলে, “আমি মন্দকে প্রতিরোধ করতে পারি না।”তাকে বলুন, আপনি পারেন, আপনাকে প্রতিরোধ করতেই হবে। হয়ত বার বার দমন করছেন তবে তা সব সময় ওরকম হওয়ার প্রয়োজন নেই। তিনি ক্সনতিক শক্তিতে দুর্বল, এবং পাপপূর্ণ জীবনের অভ্যাস দ্বারা নিয়ন্ত্রিত। তার প্রতিজ্ঞা এবং সিদ্ধান্তগুলো বালু দ্বারা ক্সতরী রশির সদৃশ্য। প্রতিজ্ঞা ভঙ্গ এবং শপথ খোয়ানো অভিজ্ঞতা তার নিজে সতত ও দৃঢ়তা সম্পর্কে তাকে দুর্বল করে দেয়, আর সেই কারণে সে মনে করে যে, ঈশ্বর তাকে গ্রহণ করতে চান না বা তার ক্ষমতা ব্যবহার করতে চান না। তবে তার হতাশা হওয়ার কোন কারণ নেই। MHBen 156.3

যারা খ্রীষ্টেতে বিশ্বাস রাখেন তারা কোন বংশানুক্রমিক অথবা বিকশিত অভ্যাস বা বাসনার দাসত্বাধীন হতে পারেন না। হীন চারিত্রিক বৈশিষ্টের কাছে বন্দি থাকার পরিবর্তে, তারা ক্ষুধা ও মন্দ অভ্যাসগুলোর ওপর আধিপত্য বিস্তার করে থাকে ঈশ্বর আমাদের নিজেদের সীমিত শক্তি দিয়েই মন্দের সাথে যুদ্ধ করার জন্য ছেড়ে দেন নি। আমাদের ভুল বা অন্যায় করা স্বভাব বংশগতভাবে অথবা অভ্যাসগত ভাবে; যেভাবেই পেয়ে থাকি না কেন, তা আমরা ঈশ্বরের শক্তি যা তিনি আমাদেরকে দেবার জন্য প্রস্তুত তার দ্বারা আমরা জয়ী হতে পারি। MHBen 156.4