যারা প্রকৃত ধর্মান্তরের সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য অপরকে উৎসাহদানে কার্যকরী হওয়া উচিত। যারা শয়তানের দাসত্ব ছেড়ে খ্রীষ্টের অধীনে আসেন তাদের একটা আত্মাও যেন ফিরে যেতে না দেয়া হয়। যখন কেউ সাক্ষ্য দেন যে ঈশ্বরের আত্মা তার সঙ্গে তার পক্ষ হয়ে যুদ্ধ করছেন, তখন প্রভুর সেবার রাজ্যে প্রবেশের জন্য প্রত্যেকটি উৎসাহমূলক বাক্য উপস্থাপন করুন। “আর কতকলোকের প্রতি, যারা সন্দিহান, (যারা তোমাদের সাথে বাদানুবাদ করে) তাদের প্রতি দয়া কর। MHBen 159.3
ঈশ্বর হতে আসা জ্ঞানে যারা জ্ঞানী যারা প্রকৃত পক্ষে অনুতপ্ত তারা আত্মাগণের সাহায্যের অভাব দেখতে পাবেন, তবে যারা উৎসাহবিহীন তারা খুব কমই আশা ধরে রাখার সাহস পাবেন। এই সমস্ত ভীত সন্ত্রস্ত, অনুতপ্তদের, তাদের প্রভুর দাসদের প্রেমের সহভাগীতায় আহ্বান করার জন্য প্রভু তাঁর দাসদের হৃদয়ে দায়িত্ব অর্পন করবেন। তাদের যে ধরনেরই প্রলুব্ধকারী পাপ থেকে থাকুক না কেন, তারা যত নিচেই পতিত হয়ে থাকুক না কেন, যখন তারা অনুশোচনায় খ্রীষ্টের কাছে আসেন, তিনি তাদেরকে গ্রহণ করেন। তবে সেজন্য তাদেরকে তাঁর জন্য কিছু করতে দিন। যদি তারা চান যে তারা নিজেরা যে ধ্বংসের গহ্বর থেকে উদ্ধার পেয়েছেন সেই ধরনের ধ্বংসের হাত থেকে অন্যদেরকে উদ্ধার করার জন্য কাজ করবেন, তাহলে তাদেরকে সেই সুযোগ দেয়া হোক। তাদেরকে অভিজ্ঞ খ্রীষ্টানদের গতিধারায় নিয়ে আসুন, যাতে তারা আত্মিকভাবে শক্তি অর্জন করতে পারেন। তাদের হৃদয় ও হাত প্রভুর কাজ দ্বারা পূর্ণ করে রাখুন। MHBen 160.1
যখন হৃদয়ে সত্যের আলো ঝলসে ওঠে, তখন যাদেরকে সম্পূর্ণ পাপী বলে মনে হত তারা সেই ধরনের পাপীদের জন্য দক্ষ কার্যকারী হয়ে ওঠবেন যে ধরনের পাপী একদিন তারাও ছিলেন। খ্রীষ্টেতে বিশ্বাসের মাধ্যমে সেবাকার্যের উচতম শিখরে আরোহণ করবেন, এবং লোকদের সংরক্ষণ করার দায়িত্বে আস্থা অর্জন করবেন। তারা তাদের নিজেদের দুর্বলতা কোথায় লুকিয়ে আছে তা দেখে, তাদের চরিত্রের নিশ্চয়তা অনুধাবন করে। তারা পাপের শক্তি ও মন্দ অভ্যাসের ক্ষমতা সম্পর্কে জানে। খ্রীষ্টের সাহায্য ছাড়া তারা তাদের অক্ষমতা উপলব্ধি করে, আর তাদের স্থায়ী কান্না হল, “আমি আমার অসহায় হৃদয় তোমাকে দিলাম।” MHBen 160.2
এসব আমাদের সাহায্য করতে পারে। যিনি প্রলুব্ধ ও পরীক্ষিত হচ্ছিলেন যার আশা প্রায় পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু প্রেমের বার্তা শুনে পরিত্রাণ পেয়েছেন, তিনি আত্মা-পরিত্রাণ বিষয়ক প্রামানিক জ্ঞান বুঝতে পারেন। যাকে পরিত্রাতা খুঁজেছিলেন, এবং তাঁর খোঁয়াড়ে ফিরিয়ে এনেছিলেন যার হৃদয় খ্রীষ্টের প্রতি অনুরক্ত তিনি জানেন কিভাবে হারানোদেরকে খুঁজতে হয়। তিনি পাপীকে ঈশ্বরের মেষশাবককে চিনিয়ে দিতে পারেন। তিনি নিঃসংকোচে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন, আর তিনি তাঁর প্রিয়ভাজনদের জন্য গৃহীত হয়েছেন। যে দুর্বল হাত সাহায্যে পাওয়ার দাবি অব্যাহত রেখেছে সেই হাত সাদরে গৃহীত হয়েছে। এই ধরনের লোকদের প্রচার অনেক অপব্যয়ী পুত্রকে পিতার কাছে আকর্ষিত করবে। MHBen 160.3