Go to full page →

বাস্তব শিক্ষা MHBen 176

পৃথিবীতে তাদের গৃহ জীবনে, তাদের প্রথা এবং অভ্যাস এবং শৃ‫খলায় জগৎকে সবকিছু দেয়া একটা সুযোগ। যারা এ সকলের আজ্ঞাবহ হয়, তাদের জন্য সুসমাচার যা করতে পারে তা এর প্রমাণ। আমরা কি হতে পারি, তার একটা দৃষ্টান্ত স্থাপন করতেই যীশু জগতে এসেছিলেন। তিনি প্রত্যাশা করেন যেন তাঁর শিষ্যরাও জীবনের সর্বক্ষেত্রে সঠিক আদর্শ হয়। তিনি আমাদেরকে যেন বাহ্যিক বিষয়ের ওপরে ঈশ্বরের স্পর্শ দৃষ্ট হয়।‬ MHBen 176.2

আমাদের নিজেদের ঘরবাড়ী এবং পরিবেশ বাস্তব শিক্ষার বিষয় হবে, শিক্ষা পদ্ধতির উন্নয়ন হবে, যেন শ্রম, পরিষ্কার পরি‪চ্ছন্নতা, স্বাদ, এবং বিশুদ্ধতা আলস্য, অপরি‪চ্ছন্নতা, অশিষ্টাচার এবং বিশৃ‫খলার স্থান অধিকার করতে পারে। আমাদের জীবন এবং আদর্শ দ্বারা আমরা অন্যদের সেই সকল বিষয় দেখাতে সাহায্য করতে পারি যা তাদের চরিত্রে বা তাদের পরিবেশ, এবং যীশুর সহায়তার দ্বারা আমরা উন্নয়নকে উৎসাহিত করতে পারি। যেমন আমরা তাদের শিক্ষা দিতে পারি কিভাবে তাদের শক্তি কাজে লাগাতে পারে। MHBen 176.3