তরুন তরুণীগণ, আমি দেখলাম যে তােমাদের করার জন্য ঈশ্বরের একটি কাজ আছে; তােমাদের ক্রুশ লও এবং খ্রীষ্টকে অনুসরণ কর, তা- না। হলে তােমরা তার অযােগ্য হয়ে পরবে। যখন তুমি নিরুৎসাহিত ও উদাসীন হয়ে পড়ে থাক, তখন তুমি কিভাবে বলতে পার, তােমার সম্পর্কে ঈশ্বরের ইচ্ছা কি? আর যে পর্যন্ত তুমি একজন বিশ্বস্ত দাসের মত তার ইচ্ছা পালন না। কর সে পর্যন্ত তুমি কিভাবে পরিত্রাণের আশা করতে পার? যারা অনন্তজীবনের। অধিকারী, তারা সকলেই ভালাে কাজ করবে। মহিমার রাজা তাদেরকে তাঁর দক্ষিণ হস্তে তুলে ধরবেন এবং বলবেন, “উত্তম ও বিশ্বস্ত দাস।” তুমি যদি। নিজের আরাম আয়েশের কথা চিন্তা করে পড়াশুনা করার পরিবর্তে তােমার। প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কি কাজ করতে পার তার অন্বেষণ কর, তাহলে তুমি কি। বলতে পার তুমি কতজন লােককে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে? পরিত্রাণের আলােচনা এবং সংগীতানুষ্ঠানের জন্য কতটি আত্মা সংগৃহীত। হয়েছে? যদি তুমি এরূপে পরিত্রাণ প্রাপ্ত একটি আত্মাকেও দেখিয়ে দিতে না। পার, হায়! তবে একটি নতুন কাজের পথ ধর । আত্মাগণের জন্য প্রার্থনা কর; খ্রীষ্টের কাছে এস, তার রক্তাক্ত কুক্ষিদেশের পাশে এস। নম্র এবং শান্ত আত্মা। তােমাদের জীবনকে সুন্দর করুক এবং তােমার একান্ত, ভগ্ন, বিনম্র আবেদন । জ্ঞানের নিমিত্ত তার কাছে উথিত হােক যেন তুমি কেবল তােমার আত্মাকে । রক্ষায় সফল না হও কিন্তু অন্যদের আত্মাকে রক্ষা করতে পার। MYPBen 198.1
গানের চেয়ে অধিক প্রার্থনা কর। তুমি কি গানের চেয়ে প্রার্থনার উপর। বেশি জোর দেওয়ার আবশ্যকতা মনে কর না? তরুণ-তরুণীদের; ঈশ্বর তােমাকে কাজের জন্য, তার কাজের জন্য আহ্বান করেন। তমি তােমার কাজে পরিবর্তন আনয়ন কর। তুমি এমন একটি কাজ করতে পার, যা যারা বাক্যের । পরিচর্যা করে, এবং ধর্মীয় শিক্ষা দেয় তারা করতে পারে না। তুমি এমন একটি স্তরে প্রবেশ করতে পার যাদেরকে প্রচারক প্রভাবিত করতে পারে না। “ Testimonies for the Church ” Vol.1, pp.511-513. MYPBen 198.2