Go to full page →

গৃহকাজে সাহায্য করা MYPBen 203

শিশু এবং যুবক যুবতিগণের উচিৎ পিতা মাতার কাজে তাদের ভার লাঘব করা, ঘরে নিঃস্বার্থ আগ্রহ দেখানাে। তারা যখন হৃষ্ট চিত্তে তােদের অংশের বােঝা বহন করে, তারা একটি প্রশিক্ষণ গ্রহণ করে যা তাদের উপর ন্যাস্ত এবং যা তাদের প্রয়ােজনে আসে । প্রতি বছর তারা ক্রমেই স্থির অগ্রগতির দিকে যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই বাল্যকালে বয়স্ক ও বয়স্কা অবস্থার জন্য অভিজ্ঞতা অর্জন করে চলছে। গৃহের ছােট খাটো কাজ বিশ্বস্তভাবে সম্পন্ন করে ছেলেমেয়েরা মানসিক, নৈতিক এবং আত্মিক উৎকর্ষ সাধনে ভিত্তি স্থাপন করে। চলছে। MYPBen 203.3