Go to full page →

পুস্তক বিক্রয় MYPBen 212

প্রভু আমাদের তরুণদেরকে পুস্তক বিক্রয় এবং প্রচারকরূপে কাজ করার জন্য আহ্বান করেন, ঘরে ঘরে গিয়ে এমন স্থানে কাজ করতে বলেন যেখানে লােকেরা সত্যের বার্তা প্রচার করেনি। তিনি আমাদের তরুণতরুণীদের বলেন, “তােমরা নিজের নও; কেননা তােমরা মূল্য দ্বারা ক্রিত হইয়াছ; সুতরাং ঈশ্বর তােমাদের দেহে এবং তােমাদের আত্মায় মহিমান্বিত হন, যাহা ঈশ্বরের।” যারা ঈশ্বরের নির্দেশ অনুসারে কাজে অগ্রসর হবে, তারা আশ্চর্য, আশীর্বাদ পাবে। -“ Testimonies for the Church, vol 8. p. 227. MYPBen 212.4

একটি সর্বোকৃষ্ট উপায়ে যাতে তরুণরা পরিচর্যা কাজের জন্য যােগ্যতা অর্জন করবে, তা হল পুস্তক বিক্রয় ক্ষেত্র, তারা শহরে নগরে গিয়ে পুস্তক বিক্রয় করবে যার মধ্যে এই কালের সত্য রয়েছে। এই কাজের মধ্যে তারা জীবনের বাক্য প্রচার করার সুযােগ পাবে, এবং সত্যের বীজ বপন করতে পারবে, যা অঙ্কুরিত হয়ে ফল ধারণ করবে। লােকদের সঙ্গে সাক্ষাৎ এবং আমাদের মুদ্রিত পুস্তক তাদের হাতে তুলে দিলে, তারা একটি অভিজ্ঞতা লাভ করবে, যা প্রচার করে অর্জন করা যায় না।.... MYPBen 212.5

যারা প্রকৃত পরিচর্যার জন্য একটি সুযােগের আশা করে, এবং যারা অকপটে নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত হয়, তারা ভবিষ্যৎ অবিনশ্বর জীবন সম্পর্কে কথা বলতে পারবে ।- “ Gospel workers, p. 96. MYPBen 213.1