Go to full page →

চিকিৎসা কাজ MYPBen 214

বিশ্বস্ত, ঈশ্বর ভয়শীল চিকিৎসক দ্বারা যে ক্ষেত্র অধিকৃত হয়েছে, তদপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ মিশনারি ক্ষেত্র আর নেই। আর অন্য কোনাে ক্ষেত্র নেই যেখানে একজন ব্যক্তি মহত্তর উত্তম কিছু সম্পাদন করতে পারে অথবা তার আনন্দের মুকুট উজ্জ্বল করার জন্য অধিক মুক্ত লাভ করতে পারে। তিনি যখন রােগীর কক্ষে প্রবেশ করেন তখন তিনি খ্রীষ্টের মাধুর্য একটি সুমিষ্ট সুগন্ধি স্বরূপ বহন করে নিয়ে যেতে পারেন। তিনি অসুস্থ এবং মুমূর্ষ ব্যক্তিকে ঈশ্বরের মেষশাবকের দিকে নির্দেশ করতে পারেন যিনি জগতের পাপ সকল বহন করে নিয়ে যান। তার এই পরামর্শের প্রতি মনােযােগ দেওয়া উচিৎ হবে না যে যাদের অবস্থা সঙ্কটজনক তাদের কাছে অনন্ত বিষয়াদি নিয়ে কথা বলা উচিৎ নয়, পাছে তাদের অবস্থা আরও খারাপের দিকে যায়; কেননা দশজনের মধ্যে নয়জনের ক্ষেত্রে পাপ ক্ষমাকারী ত্রাণকর্তার ধারণা তাদেরকে মানসিক এবং শারীরিক ভাবে অধিকতর সুস্থ করে তুলবে। যীশু শয়তানের ক্ষমতা সীমিত করতে পারেন। তিনি সেই চিকিৎসক যার উপর পাপক্লিষ্ট আত্মা নির্ভর করতে পারে, তিনি মানসিক বা শারীরিক পীড়ার নিরাময় করতে পারেন।” “ Testimonies for the Church ” vol-5, pp-448. MYPBen 214.1

প্রায় প্রতিটি সমাজে বহু সংখ্যক লােক রয়েছে, যারা ঈশ্বরের কথা গ্রাহ্য করে না বা ধর্মীয় সভায় যােগ দেয় না। যদি তাদের কাছে সুসমাচারে বার্তা প্রদান করা হয়, তবে তা তাদের গৃহে পৌছায়ে দিতে হবে। প্রায়ই তাদের শারীরিক অভাব সমূহের লাঘব করাই একমাত্র উপায় যার মাধ্যমে তাদের কাছে প্রবেশ করা যায়। মিশনারি সেবিকাগণ যারা অসুস্থ লােকের সেবা যত্ন করেন এবং দরিদ্র লােকদের দুর্দশা লাঘব করেন, তারাই তাদের সঙ্গে প্রার্থনা করার সুযােগ লাভ করেন, যেন তাদের কাছে ঈশ্বরের বাক্য পাঠ করতে পারেন এবং ত্রাণকর্তার কথা বলতে পারেন। তারা অসহায় এবং শক্তিহীনদের জন্য প্রার্থনা করতে পারেন, যাদেরকে মনের উত্তেজনা মর্যাদাহানি করে ফেলেছে। তারা পরাস্ত এবং ভগ্ন হৃদয়ের মধ্যে আশার আলাে আনয়ন করতে পারেন। তাদের নিঃস্বার্থ প্রেম আগ্রহহীন দয়ার কাজের মধ্যে প্রকাশিত, তা দুঃখভােগী লােকদের পক্ষে খ্রীষ্টের প্রেমে বিশ্বাস করতে সহজ করে দেবে। - “ Ministry of Healing ” pp. 144, 145. MYPBen 214.2